Advertisement
মনোরঞ্জন

Kartik Aaryan in Kolkata: কলকাতায় কার্তিক আরিয়ান! হঠাৎই হলুদ ট্যাক্সির ছাদে চড়ে বসলেন অভিনেতা

  • 1/9

গত ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনীস বাজমী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া ২'। কমেডি- হররধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাবু, রাজপাল যাদব, অভিনয় রাজ সিং, অমর উপাধ্যায়ের মতো শিল্পীরা। 
 

  • 2/9

মুক্তির পর প্রথম সাত দিনেই প্রায় ৯০ কোটির ব্যবসা করেছে 'ভুল ভুলাইয়া ২'। ১০০ কোটির গণ্ডি প্রায় ছুঁইছুঁই। শনিবার ছবির প্রোমোশনে কলকাতা হাজির হয়েছিলেন 'রুহ বাবা' ওরফে কার্তিক আরিয়ান। 
 

  • 3/9

ছবিকে সুপার-ডুপার হিট বানানোর জন্য ফ্যানেদের কৃতজ্ঞতা জানালেন কার্তিক। ছবির জনপ্রিয় 'আমি যে তোমার' গানটিও তিলোত্তমাতে এসেই লঞ্চ করলেন অভিনেতা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং সঙ্গীত পরিচালনা প্রীতম চক্রবর্তীর।
 

Advertisement
  • 4/9

এদিন অভিনেতা জানালেন, "এই গানটি আজ অবধি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি। আমরা এটির অফিসিয়াল লঞ্চ করার জন্য প্রচুর অনুরোধ পেয়েছি। এরপর, শুধুমাত্র অনুরাগীদের অনুরোধের ভিত্তিতে আমরা 'অমি যে তোমার' গানটা লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি কলকাতায়। কারণ আমি বিশ্বাস করি, এই গানটির সঙ্গে এই শহরের একটি বিশেষ সংযোগ রয়েছে!”
 

  • 5/9

কার্তিক আরও যোগ করেন, "অতিমারী- পরবর্তী সময় 'ভুল ভুলাইয়া ২'-কে এতটা সফল করার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ।"
 

  • 6/9

এদিন কলকাতায় এসে, হাওড়া ব্রিজ পরিদর্শন করার পাশাপাশি, ফ্যানেদের সঙ্গে আলাপচারিতাও করেন কার্তিক আরিয়ান। 
 

  • 7/9

শুধু তাই না, হলুদ ট্যাক্সির ওপরে উঠেই তাঁকে পোজ দিতেও দেখা গেল শনিবার। 
 

Advertisement
  • 8/9

কার্তিক আরিয়ানকে দেখে ফ্যানেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল কলকাতায়। তিনিও বাংলায় প্রশ্ন ছুঁড়ে দিলেন মজা করে, 'আমি কি রসোগোল্লা...?" 
 

  • 9/9

সমস্ত ছবি সংগৃহীত 
 

Advertisement