Advertisement
মনোরঞ্জন

ডেবিউ ছবি থেকে আমুল পরিবর্তন হয়েছে এই বলিউড ক্যুইনদের, দেখুন PHOTOS

  • 1/7

বলিউডে প্রথম সারিতে একাধিক অভিনেত্রীরা রয়েছেন। যাঁদের ফ্যানেদের সংখাও বিপুল। তবে বর্তমানে যেই বলি ক্যুইনদের সৌন্দর্য ও প্রেমে অনেকেই কাবু, জানেন কেরিয়ারের শুরুতে তাঁরা কেমন দেখতে ছিলেন? রইল সেই ছবি। 

  • 2/7

 দীপিকা পাড়ুকোন

'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে বিপুল সাফল্য এনেছিল। তবে সেই সময়ে অনেকটাই আলাদা লুক ছিল নায়িকার। সময় ও কাজের সংখ্যার সঙ্গে অনেকটাই পরিবর্তন হয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্টেও।

  • 3/7

ক্যাটরিনা কাইফ 

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। ২০০৩ সালে বলিউডে ডেবিউ করা থেকে ২০২১ সালে অনেক পরিবর্তন হয়েছে তাঁরও। যেমন পরিণত হয়েছে তাঁর অভিনয়, তেমন বদলেছে ফ্যাশন স্টেটমেন্ট। 

Advertisement
  • 4/7

কঙ্গনা রানাওয়াত 

এমনিতেই বর্তমানে খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে প্রথম ছবি 'গ্যাংস্টার' থেকেই দর্শকদের মনে জায়গা করেছিলেন তিনি। সময়ের সঙ্গে অনেকটাই পাল্টেছে বলিউড ক্যুইনের লুক। 
 

  • 5/7

অনুষ্কা শর্মা

২০০৭ সালে 'রব নে বানা দি জোড়ি' ছবিতে বলিউডে হাতেখড়ি অনুষ্কা শর্মার। প্রথম ছবিতেই অভিনয় করেছিলেন শাহরুখ খানের বিপরীতে। এই ছবিতে তাঁর লুক একেবারে সাধারণ ছিল। কিছু পরিবর্তন হলেও রিয়েল লাইফে ক্যাজুয়াল পোশাক পরতেই ভালবাসেন অনুষ্কা শর্মা।

  • 6/7

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া ২০০৩ সালে বলিউডে পা রাখেন। ফের বলিউড থেকে হলিউডে পাড়ি দেন তিনি। প্রায় ১৮ বছরের কেরিয়ারে প্রিয়াঙ্কারও হয়েছে আমুল পরিবর্তন। যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে যথেষ্ট পরিমাণে। 

 

  • 7/7

করিশ্মা কাপুর 

প্রায় তিন দশক ধরে বিনোদন জগতে রয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুর। ১৯৯১ সালে 'প্রেম কয়দি' তাঁর প্রথম ছবি। বহু বছর চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন করিশ্মা। তবে সেই সময় থেকে এখন হয়েছে তাঁর চেহারায় অনেক পরিবর্তন। 

 

Advertisement