scorecardresearch
 
Advertisement
বলিউড

Vicky Kaushal- Katrina Kaif: বিলাসবহুল ফোর্টে বসবে ভিকি-ক্যাটরিয়ার বিয়ের আসর! এক রাতের খরচ ৯০ হাজারের বেশি

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 1/9

বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন চর্চায়। নিজেদের সম্পর্কের কথা এখনও শিকার না করলেও, তাঁদের বিয়ে নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। আগামী ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধবেন ক্যাট-ভিকি, এমনটাই খবর। 
 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 2/9

শোনা যাচ্ছে, রাজস্থানে বসবে এই তারকা জুটির বিয়ের আসর। মাধোপুর জেলার বিলাসবহুল সিক্স সেন্স ফোর্ট বুকিং করা হয়েছে ওয়েডিং ভেন্যু হিসাবে। চতুর্দশ শতাব্দীর একটি দুর্গ এটি। IANS-র রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের ৭-১২ তারিখ বকিং করা হয়েছে এই রাজকীয় স্থান। 
 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 3/9

যদিও বড় -কনের কেউই এই খবরটি নিশ্চিত করেননি এখনও। সিক্স সেন্স ফোর্ট খুবই বিলাসবহুল ও ব্যয়বহুল। হোটেলের ওয়েবসাইট অনুযায়ী, এখানে সবচেয়ে ব্যয়বহুল 'রাজা মান সিং স্যুট'। যার একরাতের ভাড়া ৬৪,০০০ থেকে ৯০,০০০ টাকা। 

Advertisement
katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 4/9

এই স্যুটে রয়েছে একাধিক সুবিধা যেমন- সার্কুলার পুল, টেরেস, আউটডোর শাওয়ার, প্যান্ট্রি। রাজকীয় এই বিয়েতে একই সঙ্গে কাজ করবেন একাধিক ইভেন্ট কোম্পানি। বিভিন্ন কোম্পানিকে ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন করার জন্য। 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 5/9

শোনা যাচ্ছে, এই সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা অতিথিদের থাকার ব্যবস্থা করার জন্য সাওয়াই মাধোপুর এলাকার বিভিন্ন হোটেল বুকিং করছেন। এই সঙ্গে ভিকি ও ক্যাটের টিমও বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করছেন। 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 6/9

গত মঙ্গলবার, ১০ জনের একটি টিম পৌঁছেছে সিক্স সেন্স ফোর্টে। সকলে দেখে নিয়ে চাইছেন যাতে কোনও আয়োজনে ত্রুটি না থাকে। হোটেল ম্যানেজমেন্ট টিম থেকে পাওয়া তথা অনুযায়ী, সমস্ত ব্যবস্থা খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে। 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 7/9

মেহেন্দি থেকে শুরু করে আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে বিয়েতে। তবে হবু দম্পতি এখনও পর্যন্ত, কোনও অতিথিকে বিয়ের কার্ড পাঠাননি। শোনা যাচ্ছে, শেষ মুহূর্তেও নাকি বদলে যেতে পারে বিয়ের ভেন্যু। 

Advertisement
katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 8/9

প্রায় প্রতিদিনই তারকা জুটির বিয়ে নিয়ে নানা তথ্য মিলছে। তবুও নায়ক -নায়িকা মুখে কুলুপ এঁটেছেন। সূত্র বলছে, বিরাট কোহলির অ্যাপার্টমেন্টেই বিয়ের পরে থাকার জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট বুক করেছেন ভিকি কৌশল। 
 

katrina kai vicky kaushal bollywood couple wedding in luxurious- ভিকি ক্যাটরিয়া
  • 9/9

এই সমস্ত প্রস্তুতি ছাড়াও ক্যাটরিনাকে নাচ প্র্যাকটিস করতে দেখা গেছে। সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে ভিকিকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, সেই সময় সারা আলি কাহ্ন ছিলেন তাঁর সঙ্গে। এই কথা শুনেই হেসে ফেলেন তিনি। মনে করা হচ্ছে সারা সহ অন্যান্য বি-টাউন সেলেব্রাও জানেন এই বিয়ের ব্যাপারে। 

Advertisement