scorecardresearch
 
বলিউড

Kiara Advani-Sidharth Malhotra wedding venue: ১ রুমের ভাড়া দেড় লক্ষ-৮৪টি রুম বুকড, এই প্যালেসেই বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার

সিদ্ধার্থ ও কিয়ারা
 • 1/11

বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। আথিয়া শেঠি ও কেএল রাহুলের বিয়ের পর ফের বলিউড পেতে চলেছে বড়ধরনের বিয়ের নিমন্ত্রণ। ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন বলিউডের চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী। সিদ-কিয়ারার বিয়ের তিনদিনের উৎসব হতে চলেছে রাজস্থানের জয়সলমের-এর বিলাসবহুল সূর্যগড় প্যালেসে। আসুন একবার ঘুরে নেওয়া যাক সিদ-নিকের লাক্সারিয়াস বিবাহ বাসরে। 

সূর্যগড় প্যালেস
 • 2/11

এ বছর আথিয়া শেঠি ও কেএল রাহুল-এর বিয়ে দিয়েই বছরের প্রথম বলিউডি বিয়ে শুরু হয়েছে। এবার পালা সিদ-কিয়ারার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সিদ্ধার্থের গলায় মালা দিতে চলেছেন কিয়ারা। শেরশাহ-এর দুই তারকা তাঁদের জীবনের বিশেষ দিনটির জন্য নাকি বেছে নিয়েছেন জয়সলমেরের সূর্যগড়। যেখানে রয়েছে বিলাসবহুল থাকার জায়গা ও ছবির মতো সুন্দর চারপাশের প্রকৃতি। 

সূর্যগড় প্যালেস
 • 3/11

সূর্যগড় জয়সলমেরের পাঁচতারা বিলাসবহুল হোটেল, 'যারা থর মরুভূমিতে আপনার প্রবেশদ্বার' হিসাবে নিজেদের প্রচার করে থাকে। 

সূর্যগড় প্যালেস
 • 4/11

অতিথিদের চাহিদা অনুযায়ী এই হোটেলে রয়েছে নানান ধরনের রুমও। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, সিগনেচার স্যুট, লাক্সারি স্যুট, জয়সলমের হাভেলি ও থর হাভেলি। 

সূর্যগড় প্যালেস
 • 5/11

প্রত্যেকটি রুমের নান্দনিক কারুকার্য এবং বাইরের দৃশ্য আপনাকে মুগ্ধ করতে পারে যা বিলাসবহুল এই প্রপার্টিতে আপনার কাটানো সময় আরও বিশেষ হয়ে উঠবে।

সূর্যগড় প্যালেস
 • 6/11

সূর্যগড়ের প্রত্যেকটি ঘরই দারুণ সুন্দর ও আপনাকে রাজকীয় অনুভূতি এনে দেবে। এখানে সবচেয়ে সুন্দর ও দামী রুম হল থর হাভেলি। যেখানে রুমের মধ্যেই পেয়ে যাবেন সুইমিং পুল এবং স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য সহ তিনটে বেডরুম। এই রুমের এক রাতের থাকার খরচ ১,৩০,০০০টাকা। 

সূর্যগড় প্যালেস
 • 7/11

সূর্যগড়ের অফিসায়াল ওয়েবসাইট অনুযায়ী, যদি এখানে ফেব্রুয়ারি মাসে থাকার জন্য পরিকল্পনা করে থাকেন তবে এখানে একদিনের জন্য ভাড়া কমপক্ষে ২৪ হাজার থেকে ৭৬ হাজার টাকা পড়বে। 

সূর্যগড় প্যালেস
 • 8/11

রাতের সময় সূর্যগড়ে লোকগীতি, মরুভূমি ও স্বপ্নিল আলো এই প্যালেসের দৃশ্যই বদলে দেয়। আর তাই এই জায়গা সিদ্ধার্থ ও কিয়ারার পছন্দ না হয়ে যায় কোথায়।

সূর্যগড় প্যালেস
 • 9/11

এখন সূর্যগড় প্যালেসে বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সিদ-কিয়ারা নিজেদের বিয়েতে কোনও কমতি রাখতে চান না। আর তাই সময় নষ্ট না করে তাঁরা সূর্যগড়ের ওয়েডিং লোকেশন বাছাই করেছেন। 

সূর্যগড় প্যালেস
 • 10/11

সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের জন্য এই প্যালেসের ৮৪টি রুম বুক করে রেখেছেন। এছাড়া অতিথিদের জন্য ৭০ টির বেশি লাক্সারি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। 
 

সূর্যগড় প্যালেস
 • 11/11

শেরশাহ সিনেমার শ্যুটিং থেকে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি শুরু হয়েছে। তবে মাঝে এঁদের ব্রেকআপের গুজব শোনা গিয়েছিল। তবে সেইসব গুজব উড়িয়ে এখন তাঁরা জীবনসঙ্গী হতে চলেছেন।