দীর্ঘ পোস্টে কীর্তি লেখেন, 'কাগজে নয়, জীবন থেকেই দুজনে বিচ্ছেদ নিচ্ছি। এক সঙ্গে থাকার চেয়ে বিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়া অনেক অংশে বেশি কঠিন ছিল।'
'কারণ যখন দুজন ব্যক্তি একসঙ্গে জীবন কাটানোর সিদধান্ত নেন, তখন শুভাকাঙ্খীরা তাঁদের সঙ্গে সেই মুহূর্তে থাকেন, তাকে স্মরণীয় করে রাখেন।'
'কারও সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিজের সঙ্গে দুঃখ কষ্ট এবং ব্যথা বয়ে নিয়ে আসে। আমাদের দুজনের জন্যে এটা একেবারেই সহজ ছিল না।'
'যাঁরা সত্যিই আমার ভালো চান, তাঁদের বলতে চাই আমি একেবারে ঠিক আছি। সুরক্ষিত স্থানেই রয়েছি। আশা করি তাঁরাও সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন।'
তিনি আরও লেখেন, 'আমি এ বিষয়ে ভবিষ্যতে আর কথা বলতে চাই না। না কোনও মন্তব্য করতে চাইব। না খারাপ, না ভালো, কোনও কিছুই বলতে চাই না।'
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া দ্য গার্ল অন দ্য ট্রেন ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে কীর্তিকে। ছবিতে পরিনীতি চোপড়া এবং অদিতি রাও হায়দরি-ও ছিলেন।