scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: ১১-তে প্রথম KISS! পর্ন ছেড়ে বলিউডের 'বেবিডল' সানি লিওন

সানি
  • 1/10

বলিউডের বেবিডল সানি লিওন আজ ৪০ পূর্ণ করলেন। বলিউডে পা রাখার সময় থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অভিনয়ের দিক থেকে তিনি ততটা জনপ্রিয়তা না পেলেও তাঁর আইটেম নম্বরগুলি প্রায় সবই ব্লক বাস্টার হিট।

সানি
  • 2/10

কানাডার সারনিয়া শহরে শিখ পরিবারে সানির জন্ম হয়। তাঁর আসল নাম করণজিৎ কৌর বোহরা। ছোট থেকে ভীষণ টমবয় স্বভাবের ছিলেন সানি। খেলাধুলোর ভীষণ শখ ছিল তাঁর। ছোটবেলার রাস্তায় হকি খেলে কাটাতেন তিনি।

সানি
  • 3/10

সানির ১৩ বছর বয়সে তাঁর পুরো পরিবার আমেরিকা শিফ্ট করে যায়। সানির জীবনের সফর বেশ ইন্টেরেস্টিং। তাঁর জীবনের উপর একটি ওয়েবসিরিজও তৈরি হয়, যাতে তিনি নিজে কাজ করেছেন।

Advertisement
সানি
  • 4/10

ওয়েব সিরিজেই দেখানো হয়েছে, ১১ বছর বয়সে প্রথম কিস করেছিলেন সানি। কৈশোরে অ্যাডাল্ট ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেন। সানি দীর্ঘ দিন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এখানেই তাঁর স্ক্রিন নাম দেওয়া হয় সানি।

সানি
  • 5/10

সানি যখন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তাঁর বাবা-মায়ের এতে প্রবল আপত্তি ছিল। সানি এ প্রসঙ্গে বলেন, 'সে সময়ও কয়েনের উল্টো পিঠটা দেখানো ভীষণ মুশকিল ছিল। বাবা-মাকে দুখী দেখে আমারও ভালো লাগত না। আমার ভাই বেশ নার্ভাস থাকত। তবে ও খুব সাপোর্ট করার চেষ্টা করত।'

সানি
  • 6/10

অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসার আগে সানি জার্মান বেকারিতে কাজ করেছেন। তার পর ট্যাক্স এবং রিটায়ারমেন্ট বিভাগেও চাকরি করেছেন কিছু দিন। তিনি নার্স হওয়ার জন্য ট্রেনিংও নিয়েছিলেন।

সানি
  • 7/10

২০১১ সালে ভারতে বিগ বস টেলিভিশন শো-তে অংশ নেন সানি। তার বিনিময়ে বিরাট অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। এখান থেকেই তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডের পথে পা বাড়ান। পরিচালক মহেশ ভাট বিগ বসের বাড়িতে গিয়ে তাঁকে জিসম ২ ছবিতে রোল অফার করেন।

Advertisement
সানি
  • 8/10

জিসম ২-এর পর সানির কাছে বহু ছবির অফার আসতে থাকে। তার সঙ্গে আইটেম নম্বরেও পারফর্ম করেন তিনি। তার পর থেকে আর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির দিকে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

সানি
  • 9/10

অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির সহকর্মী ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন সানি। তাঁদের তিন সন্তান রয়েছে। যার মধ্যে মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। দুই ছেলের জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে।

সানি
  • 10/10

ছবি সৌজন্য: সানির ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement