scorecardresearch
 
 
বলিউড

PHOTOS: সিনেমায় ফ্লপ, ফ্যাশনে সুপারহিট লিজা হেইডন

লিজা
  • 1/10

লিজা হেইডন সে সমস্ত অভিনেত্রীদের মধ্যে একজন যাঁর অভিনয় কম, ফ্যাশন স্টেটমেন্ট বেশি চর্চায় থেকে বরাবর।

লিজা
  • 2/10

সিনেমায় পার্শ্ব অভিনেত্রী এবং অতিথি শিল্পী হিসাবেই বেশিরভাগ চরিত্রে অভিনয় করেছেন লিজা। তার মধ্যে কয়েকটি সিনেমা হিটও হয়েছে। যেমন ক্যুইন।

লিজা
  • 3/10

তবে সিনেমা হিট হওয়ার পিনে লিজা কোনও কৃতিত্ব পাননি। অবশ্য সঙ্গত কারণেই। আজ ১৭ জুন তিনি ৩৫তম জন্মদিন পালন করছেন।

লিজা
  • 4/10

এই জন্মদিন তাঁর কাছে একটু স্পেশাল, কারণ তিনি তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন। বেবি বাম্পের ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় তিনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।

লিজা
  • 5/10

গর্ভবতী থাকাকালীনও যে মন ফিট থাকা যায় তা তিনি প্রতি ছবিতে দেখিয়েছেন। 

লিজা
  • 6/10

ফ্যাশনিস্তা হওযার সঙ্গে সঙ্গে তিনি ফিটনেস ফ্রিকও। এ কারণেই তার প্রতিটা ছবি প্রায় ভাইরাল হয়।

লিজা
  • 7/10

প্রেগনেন্সিকে কী ভাবে স্টাইলিশ করে তোলা যায় তা লিজা দেখিয়েছেন তাঁর ছবির মাধ্যমে।

লিজা
  • 8/10

তাঁর আসল নাম Elisabeth Marie Haydon. এলিজাবেথ থেকে তাঁর ডাক নাম হয় লিজা। অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি টেলিভিশনে সঞ্চালকের কাজও করেছেন।

লিজা
  • 9/10

২০১০ সালে আইশা ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন লিজা। তার পর বেশ কিছু হিন্দি এবং তেলুগু ছবিতে কাজ করেছেন লিজা।

লিজা
  • 10/10

ছবি সৌজন্য লিজা হেইডনের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল