Advertisement
মনোরঞ্জন

Bollywood Big Budget Films 2021: তালিকায় রয়েছে একগুচ্ছ নাম, দেখে নিন কোন ছবিগুলি না দেখলেই মিস

  • 1/17

অতিমারীর জেরে ২০২০ সালে বিস্তর প্রভাব পড়েছে বিনোদন জগতে। অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বলিউডেও তালা বন্ধ ছিল তালা বন্ধ ছিল সিনেমা হলগুলি। যার ফলে ওটিটি প্ল্যাটফর্মের উপরই ভরসা করতে হয়েছে নির্মাতা থেকে দর্শকদের। কিন্তু চলতি বছরে তালিকায় রয়েছে একগুচ্ছ বড় বাজেটের বলি ছবি। দেখে নিন কোন ছবিগুলি না দেখলেই মিস!

  • 2/17

৮৩ 

বলিউডের অফস্ক্রিন পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং‌। এবার অনস্ক্রীনেও জুটি বাঁধতে চলেছেন। ১৯৮৩ সালের ভারতের প্রথম বিশ্বকাপ জেতাকে ঘিরে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর এবং তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এই ছবির পরিচালনা করবেন কবীর খান।

  • 3/17

সূর্যবংশী

রোহিত শেট্টির 'সূর্যবংশী' ২০২১ সালে বড় পর্দায় আসছে। ছবিতে এটিএস অফিসারের বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী ভীর সূর্যবংশীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এছাড়াও রয়েছেন অজয় দেবগন, রণভীর সিং। নেগেটিভ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ।

Advertisement
  • 4/17

রাধে 

সলমন খান আবার বড় পর্দায় আসছেন একটি 'লার্জার দ্যান লাইফ' গল্প নিয়ে। প্রভুদেবা পরিচালিত 'রাধে'-তে সলমনের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। সব ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।

  • 5/17

পাঠান 

এখনও পর্যন্ত ছবির টিমের তরফ থেকে ঘোষণা না হলেও, এই মুহূর্তে বেশ চর্চিত বলিউড ছবি। এখানে শাহরুখ খান বড়পর্দায় ফিরছেন। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া। একটি ক্যামেও চরিত্রে দেখা যাবে সলমন খানকেও।

  • 6/17

লাল সিং চাড্ডা

এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান ও করিনা কাপুর খান। হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-র হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'-র পরিচালনার দায়িত্ব সামলেছেন অদ্বৈত চন্দন। 

  • 7/17

সার্কাস

রোহিত শেট্টি ও রণবীর সিং এই ছবির মাধ্যমে ফের জুটি বেঁধেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'দ্য কমেডি অফ এরর' থেকেই 'সার্কাস'-র গল্প নেওয়া হয়েছে। এখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে।

Advertisement
  • 8/17

ব্রহ্মাস্ত্র

অয়ন মুখার্জি পরিচালিত এই সুপারহিরো অ্যাডভেঞ্চারের জন্যে অপেক্ষা করছেন দর্শকেরা। মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন। এছাড়াও দেখা যাবে নাগার্জুন ও মৌনি রায়কেও।

 

  • 9/17

 থালাইভি

এ এল বিজয় পরিচালিত তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু এবং ভাগ্যশ্রী। 

  • 10/17

 গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' যৌনপল্লীর মালিকের জীবনকে আশ্রয় করে বানানো। 'দ্য মাফিয়া ক্যুইনস অফ মুম্বই'- বই থেকেই এই ছবি তৈরি হচ্ছে। যেখানে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

  • 11/17

বেল বটম 

সত্য ঘটনা অবলম্বনে রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশিকে দেখা যাবে‌। ছবির সেট তৈরি হয়েছে ১৯৮০ সালের ভিত্তিতে। ২০২১ সালের ২ এপ্রিল 'বেল বটম' প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
 

Advertisement
  • 12/17

অতরঙ্গি রে

আনন্দ এল রাই পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সারা আলি খান ও ধনুশ‌। বিহারের মেয়ে সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা অক্ষয় এবং ধনুশের সঙ্গে রোম্যান্স করতে। শোনা যাচ্ছে বিহার, মথুরা ও দিল্লিতে হয়েছে এই ছবির বেশির ভাগ শ্যুটিং।

  • 13/17

বেল বটম 

সত্য ঘটনা অবলম্বনে রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশিকে দেখা যাবে‌। ছবির সেট তৈরি হয়েছে ১৯৮০ সালের ভিত্তিতে। ২০২১ সালের ২ এপ্রিল 'বেল বটম' প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

  • 14/17

 বচ্চন পান্ডে 

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি 'বীরম'-র হিন্দি রিমেক 'বচ্চন পান্ডে'। মূল ছবিতে অভিনয় করেছিলেন অজিত কুমার ও তামান্না। হিন্দি ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে ও তাঁ বিপরীতে রয়েছেন কৃতি শ্যাননকে। এছাড়াও রয়েছেন আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজ, পঙ্কজ ত্রিপাঠি। গোটা ছবিটি অ্যাকশন, ড্রামা এবং কমিডিতে ভরপুর।

  • 15/17

রশ্মি রকেট

আকর্ষ খুরানার এই ছবিতে একজন অ্যাথলেটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে। এই ছবিতে তিনি ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের ভূমিকায় অভিনয় করছেন।

Advertisement
  • 16/17

তখত

করণ জোহারের এই পিরিওড ড্রামাতে রয়েছে একগুচ্ছ প্রথম সারির বলিউড অভিনেতারা। এখানে অভিনয় করছেন রণবীর সিং, ভিকি কৌশল, করিনা কাপুর খান, অনিল কাপুর, আলিয়া ভাট, এবং জানভি কাপুর।

  • 17/17

সত্যমেব জয়তে ২ 

মিলাপ মিলান জাভেরি পরিচালিত এই অ্যাকশন ড্রামাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'সত্যমেব জয়তে'-র সিক্যুয়েল। এখানে অভিনয় করছেন জন এব্রাহিম, মনোজ বাজপাই। এছাড়া দেখা যাবে দিব্যা খসলা কুমারকে।

Advertisement