Advertisement
মনোরঞ্জন

PHOTOS: ছেলের বয়স ১৮! জন্মদিনে ইউনিক শুভেচ্ছা মাধুরী দীক্ষিতের

  • 1/8

মাধুরী দীক্ষিতের ছেলে অরীনের বয়স ১৮ হল ১৭ মার্চ। পুরনো ছবি আপলোড করে জন্মদিন বিশেষ ভাবে সেলিব্রেট করলেন মাধুরী।

  • 2/8

তার সঙ্গে ১৮ বছর পূর্ণ পর ছেলে যে এখন প্রাপ্তবয়স্ক তাও মনে করিয়ে দিলেন মিলিয়ন ডলার স্মাইলের মালকিন। এই বয়সে আসার পর কিছু দায়িত্বের কথাও বললেন তিনি।

  • 3/8

শিশু বয়স থেকে যুবাবস্থার নানা সময়ের ছবি এ দিন ফ্যানদের সঙ্গে শেয়ার করেন মাধুরী।

 

Advertisement
  • 4/8

মাধুরী পোস্টে লেখেন, 'আমার ছোট্ট সোনা এখন অফিশিয়ালি একজন যুবক। শুভ ১৮তম জন্মদিন অরীন। শুধু মনে রেখো, স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আসে। আজ থেকে এই পৃথিবী তোমার। এক্সপ্লোর করো, একে বাঁচাও এবং আরও উজ্জ্বল করে তোলো।'

  • 5/8

'তোমার জীবনের পথে আসা সমস্ত সুযোগের সদ্ব্যবহার করো। জীবনের সব মুহূর্ত প্রাণ ভরে বাঁচো। আশা করি তোমার এই সফর এক মনে রাখার মতো রোমাঞ্চকর সফর হবে। লাভ ইউ।'

  • 6/8

মাধুরীর বহু পোস্ট দেখে এটা সহজেই বোঝা যায় অরীনের সঙ্গে তাঁর বন্ডিং অত্যন্ত ভালো।

  • 7/8

লকডাউনে মাধুরী বেশ কিছু ভিডিও আপলোড করেন, যেখানে অরীনের সঙ্গে তাঁর যুগলবন্দি দেখা গিয়েছে।

 

Advertisement
  • 8/8

একটি ভিডিওতে অরীনকে তবলা বাজাতে দেখা যাচ্ছে। সেই তালে মাধুরী নাচছেন। মাধুরীর ছোট ছেলে রায়ানের বয়সও ১৬।

Advertisement