Advertisement
মনোরঞ্জন

Malaika Arora: মালাইকার বিকিনি লুক উত্তাপ ছড়াচ্ছে নেটপাড়ায়! ইতিমধ্যে Viral Photo

  • 1/7

মালাইকা আরোরা (Malaika Arora) মানেই ফিটনেট ও স্টাইল ক্যুইন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। বিভিন্ন সময় নেটিজেনদের জন্য নিজের নানা মুহূর্ত শেয়ার করেন নায়িকা। 

  • 2/7

সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ইন্সটা স্টোরির ছবি এই মুহূর্তে ভাইরাল। ছবিতে বিকিনি পরে ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে একেবারে হালকা মেজাজে দেখা গেছে। সাদা ও ছাই রঙের কম্বিনেশনের বিকিনির সঙ্গে একই প্রিন্টের একটি স্রাগ পরেছেন তিনি। 
 

  • 3/7

মালাইকা আরোরার বেশিরভাগ পোশাকই ডিজাইন করে সুরিলি। আর নিত্য নতুন পোশাকে সকলের নজর কাড়েন তিনি। বলা যায় তাঁর মোহময়ী লুকে রীতিমতো কাবু নেটিজেনরা। 
 

Advertisement
  • 4/7

এর আগে কোভিড জয় করার পর তিনি একটি পোস্টে বিস্তারিত লিখেছিলেন, যে কীভাবে তাঁর ওজন বেড়ে দুর্বল লাগতো তাঁর এবং কতটা  আশাহত হতেন তিনি। 

  • 5/7

 শুরু তাই নয়, নিজের বিপুল পরিবর্তনের ছবিও শেয়ার করেছিলেন নায়িকা। যা মালাইকার ফ্যানেদের জন্য খুব ইতিবাচক ছিল। 

  • 6/7

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর একে অপরের সঙ্গে বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন। যদিও দুজনকে একে অপরের সঙ্গে খুব একটা জনসমক্ষে কথা বলতে দেখা যায় না। "কবে বিয়ে করবেন?" এই প্রশ্নের মুখে বারবার পড়েও উত্তর এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। 
 

  • 7/7

পার্টি হোক কিংবা বিশেষ অনুষ্ঠান, একে অপরের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তাঁরা। সম্প্রতি মালাইকার বাড়ির একেবারে কাছেই ফ্যালত কিনেছেন অর্জুন। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement