scorecardresearch
 
বলিউড

নেপালের বাড়িতে ছুটি কাটাচ্ছেন মনীষা, দেখুন ছবি

মন
  • 1/8

১৯৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। নেপালের প্রধানমন্ত্রী বি পি কৈরালার নাতনী বলিউডে যথেষ্ট নাম করেছেন।

মন
  • 2/8

ক্যানসারকেও জয় করেছেন বছর কয়েক আগে। সঞ্জয় দত্তের বায়পিক সঞ্জুতে তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছে।

মন
  • 3/8

আজও সোশাল মিডিয়ায় তাঁর দারুণ ফ্যান ফলোইং রয়েছে। সুভাষ ঘাইয়ের সৌদাগর ছবিতে অভিনয় করে তিনি বলিউডে পা রাখেন।

মন
  • 4/8

প্রথম ছবিতেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন মনীষা। বলিউডে অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি।

মন
  • 5/8

আপাতত নেপালের বাড়িতে নিভৃতে সময় কাটাচ্ছেন মনীষা। সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নায়িকা।

মন
  • 6/8

বাড়িতে নিয়ম করে শরীর চর্চাও করছেন। সঙ্গে অ্যাক্টিভ থাকছেন সোশাল মিডিয়াতেও।

মন
  • 7/8

আপাতত দিনের অনেকটা সময় বই পড়ে কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও কম্পিউটার স্ক্রিনে, কখনও পেপার ব্যাক।

মন
  • 8/8

ছবি সৌজন্য মনীষা কৈরালার সোশাল মিডিয়া পেজ