Advertisement
মনোরঞ্জন

Mouni Roy-Suraj Nambiar 1st anniversary: প্রথম বিবাহবার্ষিকী এভাবে পালন করলেন মৌনী ও সুরজ, দেখুন ছবি

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 1/8

দেখতে দেখতে একবছর হয়ে গেল বলিউড অভিনেত্রী মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার বিয়ে। শুক্রবার প্রথম বর্ষের বিবাহবার্ষিকীতে মন্দিরে গেলেন এই দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মৌনী।  

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 2/8

মৌনী ও সুরজ কোনও রাধা-কৃষ্ণের মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সঙ্গে তাঁদের পরিবারও ছিল। 

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 3/8

বলিউডে মৌনী রায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। টেলিভিশন জগত থেকে পথ চলা শুরু হয় অভিনেত্রীর। এরপর ব্রহ্মাস্ত্র ছবিতে জুনুন চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। গত বছর ২৭ জানুয়ারি মালায়লাম ও বাঙালি রীতিতে বিয়ে করেন সুরজ ও মৌনী। 

Advertisement
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 4/8

দুবাইতে দারুণ জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন মৌনী রায়। এদিন মৌনী তাঁর প্রথম বিবাহবার্ষিকীর ছবি শেয়ার করে লেখেন, আমি সর্বদা তোমার সঙ্গে জীবনের এই সুন্দর সফরের মাধ্যমে এই সাতটি অঙ্গীকার বহন করব। শুভ প্রথম বছর। 
 

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 5/8

ছবিতে সুরজ ও মৌনী দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে। মৌনী রায় সাদা ও সোনালী পাড়ের শাড়ি পরেছিলেন, এই পোশাকে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। সঙ্গে কুন্দনের দুল ও সিঁথিতে সিঁদুর। সুরজ পরেছিলেন সাদা রঙের কুর্তা-পায়জামা। 
 

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 6/8

দুবাইতে ২০১৯ সালে একে-অপরের সঙ্গে পরিচয় হয় মৌনী ও সুরজের। 
 

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার
  • 7/8

এর তিন বছর পর তাঁরা পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে দুবাইতে বিয়ে করেন। মৌনী যেহেতু বাঙালি তাই বাঙালি মতে বিয়ে হয় এবং সুরজ মালায়ালম হওয়ায় মালায়ালি বিয়েও হয়। 
 

Advertisement
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
  • 8/8

সুরজের জন্ম হয় বেঙ্গালুরুতে জৈন পরিবারে এবং মৌনীর জন্ম হয় কোচবিহারে। সুরজ দুবাইয়ের একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। 

Advertisement