scorecardresearch
 
বলিউড

Mouni Roy : কালো পোশাকে খোলা চুলের মৌনী ছড়িয়ে দিলেন উষ্ণতা, দেখুন

Mouni Roy in black dress Shares her pictures abk one
 • 1/12

Mouni Roy: মৌনী রায়ের দিক থেকে কখনও নজর ফেরানো যায় না। বলিউডের গর্জিয়াস ডিভা মানে মৌনী রায় ফের আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি ইন্সটাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করেছেন। আর তা যথারীতি তুমুল হিট। সব ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

Mouni Roy in black dress Shares her pictures abk two
 • 2/12

বলা যেতে পারে, তাঁর ছবি আগুন লাগিয়ে দিচ্ছে নেটপাড়ায়। সবার ধ্যান-জ্ঞান এখন সেই ছবির। প্রবল চর্চায় তাঁর আবেদনময়ী ছবি নিয়ে।

Mouni Roy in black dress Shares her pictures abk three
 • 3/12

কেমন ছবি ধরা পড়েছে তাঁর, আসুন জেনে নিই। নতুন ছবিতে ফ্য়াশনিস্তা মৌনি রায় কালো রঙের পোশাক পরে ঝড় তুলেছেন। সঙ্গে গোল্ডেন সেকুইন। খোলা রয়েছে তাঁর চুল।

Mouni Roy in black dress Shares her pictures abk four
 • 4/12

তাঁর অনন্য এক্সপ্রেশন আর আন্দাজে মেতেছেন সবাই। তাঁর এই পোশাক ডিজাইনার রকি স্টারের সৌজন্যে। মৌনী চোখে লাগিয়েছেন মাস্কারা। ধরা পড়েছে সেই ছবিতে।

Mouni Roy in black dress Shares her pictures abk five
 • 5/12

মৌনী রায়ের কাছে থেকে এই রকম ছবি নতুন কিছু নয়। তাঁর মন মাতোয়ারা ছবি মাঝে মাঝেই দেখা যায়। গর্জিয়াস লুক হামেশা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

Mouni Roy in black dress Shares her pictures abk six
 • 6/12

এই ছবি পোস্ট করার পর থেকে লাইকে বন্যা বয়ে যাচ্ছে। ভক্তদের মন জয় করে নিয়েছেন আবার। ছবি ইন্টারনেটে হইহই করে ভাইরাল হয়ে গিয়েছে।

Mouni Roy in black dress Shares her pictures abk seven
 • 7/12

অজস্র মানুষ পছন্দ করেছেন মৌনীর ছবি। আর কমেন্টও পড়ছে একের পর এক। তাঁর তারিফ করতে ভুলছেন না ফ্যানরা। 

Mouni Roy in black dress Shares her pictures abk eight
 • 8/12

ঘটনা হল, তাঁর ছবি সমাজ মাধ্যমে আসতে না আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাঁর স্টাইল, ড্রেস সেন্স আর লুক সবাই পছন্দ করেন। গ্ল্যামার জগতে মৌনী রায় ফ্যাশন ডিভা বলে পরিচিত।
 

Mouni Roy in black dress Shares her pictures abk nine
 • 9/12

মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় প্রবল অ্যাক্টিভ। দেখা যাচ্ছে, কুড়ি মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে। 
 

Mouni Roy in black dress Shares her pictures abk ten
 • 10/12

তাঁর একটা ছবি ভাইরাল হওয়া কোনও ব্যাপার নয়। নিজের জীবনের বিভিন্ন রঙিন মুহূর্ত ফ্য়ানদের সঙ্গে শেয়ার করেন তিনি, হামেশাই।

Mouni Roy in black dress Shares her pictures abk eleven
 • 11/12

গোল্ড সিনেমার হাত ধরে তিনি বলিউডে প্রবেশ করেছিলেন। এখন তাঁর হাতে রয়েছে বোলে চুড়িয়া, মোগুল আর ব্রহ্মাস্ত্র-র মতো ছবি।

Mouni Roy in black dress Shares her pictures abk twelve
 • 12/12

শেষেরটির পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। সে সব কাজের ফাঁকেই তিনি এই ছবি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন সব জায়গায়।