
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম চর্চিত কাপল হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

দুজনেই সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন।

সম্প্রতি নাতাশা একটি ছবি পোস্ট করেন যাতে দেখা যায় নাতাশা তাঁর গালে চুমু এঁকে দিচ্ছেন।

এমনিতে বিরাট ফ্যান ফলোইং নাতাশা এবং হার্দিকের। তার মধ্যে এমন ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এ মুহূর্তে সপরিবারে পুনেতে রয়েছেন হার্দিক। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে রয়েছেন তিনি।

যখন খেলা বা প্র্যাক্টিস থাকে না, তখন পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান হার্দিক।

ছেলে এবং নাতাশার সঙ্গে প্রচুর ফটো এবং ভিডিও শেয়ার করেন।

গত বছর গোড়ায় বিয়ে করেন দু'জনে। ৩০ জুলাই ছেলে অগস্ত্য-কে জন্ম দেন নাতাশা।

ছবি সৌজন্য: নাতাশা এবং হার্দিকের ইনস্টাগ্রাম।