Advertisement
মনোরঞ্জন

Neha Kakkar- Rohanpreet Singh Liplock: প্যারিসে প্রেমে মজেছেন নেহা-রোহনপ্রীত! Viral,জুটির 'লিপলক'-র PHOTOS

  • 1/9

একাধিক তারকারা ছুটি কাটাতে যাচ্ছেন বিদেশে। বাদ গেলেন না সঙ্গীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। ভ্যাকশন ডেসটিনেশন হিসাবে প্যারিসকে বেছে নিয়েছেন এই তারকা জুটি। 
 

  • 2/9

প্যারিসে বিভিন্ন মুহূর্তের ছবিতে ভরেছে দু'জনের সোশ্যাল পেজে। তবে তার মধ্যে কয়েকটি ছবি এই মুহূর্তে নেটিজেনদের আলোচনায়। 

  • 3/9

প্যারিসকে বলা হয় 'প্রেমের শহর'। আর সেখানে আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে প্রেমে মজেছেন নেহা-রোহনপ্রীত। সোস্যাল পেজে শেয়ার করেছেন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। 

Advertisement
  • 4/9

নেহা কক্কর ও রোহনপ্রীত সিং একে অপরের সঙ্গে মেতেছেন উষ্ণ চুমুতে। তাঁদের লিপলকের ছবি ইন্সটাতে শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়। ছবির ক্যাপশনে একে অপরের প্রতি ভালোবাসার কথা উজার করে দিয়েছেন দু'জনেই। 

  • 5/9

ছবিতে নেহা, একটি লাল রঙা ক্রপ টপের সঙ্গে পরেছেন বেল বটম প্যান্ট। সঙ্গে রয়েছে টকটকে লাল লং কোট। এদিকে রোহনপ্রীতের পরনে রয়েছে সাদা রঙা স্যুট। দু'জনের সঙ্গেই রয়েছে মানানসই গয়না ও অ্যাকসেশরিস। 

 

  • 6/9

গত কয়েকদিন ধরে, চর্চায় রয়েছেন নেহা কক্কর। জল্পনা ছিল, তিনি মা হতে চলেছেন। অনেকেই মনে করতে শুরু করেন খবরটি সত্যি। তবে, পরে জানা যায়, আসলে ভাল ডায়েটে থাকার কারণেই ওজন বেড়েছে গায়িকার।   
 

  • 7/9

২০২০ সালের সবচেয়ে চর্চিত বলিউড ওয়েডিং, নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে। গত বছরের ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন নেহা ও রোহনপ্রীত।

Advertisement
  • 8/9

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং ছিল 'নেহু দা বিয়া'। দিল্লির এক গুরুদ্বারে বিয়ে হওয়ার পর অনুষ্ঠিত হয় তাঁদের রাজকীয় রিসেপশন। 

  • 9/9

এই বছর বিবাহবার্ষিকীতেও বিশেষভাবে সময় কাটিয়েছেন দু'জনে। সেই ছবি ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন 'নেহুপ্রীত'। 

 

Advertisement