Advertisement
মনোরঞ্জন

Neha Kakkar: ব্রালেটে বৃষ্টিস্নাত নেহা, গায়িকার বোল্ড ছবিতে কাবু নেটপাড়া

Neha Kakkar
  • 1/8

বলিউডের অন্যতম সেনসেশনাল গায়িকা নেহা কক্করের নিজের গানের মাধ্যমে বারবার সকলের মন জয় করেন। তবে গানের পাশাপাশি, তাঁর স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশন সেন্সও যথেষ্ট চর্চায় থাকে। 

Neha Kakkar
  • 2/8

সম্প্রতি, নেহার নতুন গান 'তু পেয়াসা হ্যায়' মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওটিতে, নেহাকে অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে দেখা গেছে। গায়িকার নাচের ভঙ্গি, কোমর দোলানো দারুণ পছন্দ করছেন নেটিজেনরা। ইউটিউবে ইতিমধ্যে সেরা ২০-র মধ্যে ট্রেন্ড করছে এই গান। 
 

Neha Kakkar
  • 3/8

নাচ এবং গানের পাশাপাশি, নেহার লুকও শিরোনামে। একগুচ্ছ স্টাইলিশ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেহা। তাঁর এই লুক দেখে ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। 

Advertisement
Neha Kakkar
  • 4/8

মিউজিক ভিডিওটিতে একটি  শিমারি শর্ট স্কার্ট এবং ব্রালেট পরেছেন গায়িকা। নেহা এই লুকে একেবারে ন্যূনতম গয়না পরেছেন। শুধু কানে দুল এবং দুই হাতে রয়েছে মাল্টিলেয়ার শিমারি ব্রেসলেট।

Neha Kakkar
  • 5/8

শিমারি ড্রেসের সঙ্গে একেবারে হালকা মেকআপ করেছেন তিনি। ন্যুড লিপস্টিক, চকচকে বেস এবং পারফেক্ট চোখের মেকআপে তিনি যেন নজরকাড়া। 

Neha Kakkar
  • 6/8

খোলামেলা পোশাকে, গ্ল্যামারাস লুকের সঙ্গে বোল্ড পোজও দিয়েছেন গায়িকা। বৃষ্টিতে জলকেলিতে মত্ত তিনি। গায়িকার উষ্ণতায় কাবু নেটিজেনরা। সে প্রমাণ মেলে কমেন্ট বক্সে চোখ রাখলেই। 

Neha Kakkar
  • 7/8

নেহা কক্করের ছবিগুলি রীতিমতো ভাইরাল। অনুগামীরা গায়িকার প্রশংসা করছেন। কেউ কেউ তাঁকে 'ডিভা' বলছেন। আবার কেউ কেউ তাঁকে সম্বোধন করেছেন 'কিলার গার্ল' বলে।

Advertisement
Neha Kakkar
  • 8/8

ফ্যানেরা নেহার লুক এবং মনোমুগ্ধকর স্টাইলের প্রেমে পড়েছেন। যার প্রভাব পড়ছে মিউজিক ভিডিওর ভিউতে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)  

Advertisement