scorecardresearch
 
Advertisement
বলিউড

রিয়েলিটি শোতে 'বাতিল', তারপরেও বলিউডে নাম করেছেন এঁরা

বাতিল
  • 1/12

দেশের নানা প্রান্তের প্রতিভাদের নতুন সুযোগ করে দিচ্ছে বিভিন্ন রিয়েলিটি শো। এখানে মুখ দেখিয়ে অনেকেই নিজেদের কেরিয়ার তৈরি করেছেন। কিন্তু হয়তো জানেন না, এমনও অনেকে আছেন যাঁরা রিয়েলিটি শো-তে বাতিল হয়েছিলেন। তার পরেও নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। দেখে নিন এমনই কিছু তারার কাহিনি।

নেহা কক্কর
  • 2/12

নেহা কক্কর
আজ বলিউডে নেহা অন্যতম বড় নাম। প্রচুর হিট গান করেছএন গত কয়েক বছরের মধ্যে। নেহা ইন্ডিয়ান আইডলে নিজের ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন। তবে সাফল্য মেলেনি। আজ তিনি নিজে সেই শো-তে বিচারকের আসনে বসেন।

এমিওয়ে
  • 3/12

এমিওয়ে
দেশের অন্যতম সেরা র‌্যাপার হিসাবে ধরা হয় এমিওয়ে-কে। দ্বাদশ শঅরেণির পড়া শেষ করে শুধুমাত্র গানের জগতে পরিচয় তৈরি করতে সফর শুরু হয় তাঁর। ইন্ডিয়াজ গট ট্যালেন্ট শো-তে গিয়েছিলেন তিনি। তবে সেখানে রিজেক্ট করা হয় তাঁকে।

Advertisement
অসীস কৌর
  • 4/12

অসীস কৌর
বেশ কয়েকটি হিট গান এর মধ্যে গেয়ে ফেলেছেন অসীস। পানিপতের বাসিন্দা অসীস ৫ বছর বয়স থেকে গান শিখছেন। তিনিও ইন্ডিয়ান আইডল ৬-এ অডিশন দিয়েছিলেন। তবে থিয়েটার রাউন্ড থেকে ছিটকে যান তিনি।

বিশাল মিশ্র
  • 5/12

বিশাল মিশ্র
কবীর সিংয়ের গান ক্যায়সে হুয়া গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন বিশাল। কয়েকটি সিনেমা গান কম্পোজও করেছেন বিশাল। দু বার ইন্ডিয়ান আইডলে বিফল হয়ে ফিরতে হয়েছে তাঁকে। তৃতীয়বার ভারত কী শান রিয়েলিটি শো-তে জয়ী হয়েছিলেন বিশাল।

যশরাজ মুখাতে
  • 6/12

যশরাজ মুখাতে
রসোরে মে কৌন থা ভিডিওতে প্রবল জনপ্রিয়তা লাভ করেন যশরাজ। সোসাল মিডিয়ায় তাঁর ভালো ফ্যান ফলোইং রয়েছে। ২০১৬-র ইন্ডিয়ান আইডল শোতে রিজেক্ট হয়েছিলেন যশরাজ।

দিব্য কুমার
  • 7/12

দিব্য কুমার
এ মুহূর্তে বলিউডের অন্যতম পাওয়ারফুল ভয়েস। ইশকজাদের আফতো কে পরিন্দে হোক বা বদলাপুরের জি করদা মরজানেয়া... সব গানেই শ্রেতারা তাঁকে অত্যন্ত পছন্দ করেছেন। ২০১০ সালে ইন্ডিয়ান আইডলে অডিশন দিয়েছিলেন। কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয় তাঁকে।

Advertisement
রঘু রাম
  • 8/12

রঘু রাম
রোডিজ এবং ড্রপআউটের মতো শো-এর ক্রিয়েটর রঘু রাম টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। ইন্ডিয়ান আইডলেও দেখা গিয়েছে তাঁকে। তবে বিচারকদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য অডিশন থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল রঘুকে। ঘটনার ভিডিও ভাইরাল হয়। পরে জানা যায় ওটা প্র্যাঙ্ক ছিল।

মৈথিলী ঠাকুর
  • 9/12

মৈথিলী ঠাকুর
সোশাল মিডিয়ায় দারুণ ফ্যান ফলোইং রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সংগীত এবং ভোজপুরী গানের জগতে যথেষ্ট নাম করেছেন। রিয়েলিটি শো রাইজিং স্টার-এ রানার আপ ছিলেন। এ ছাড়া ইন্ডিয়ান আইডল জুনিয়র সিজন ২-এ সিলেক্ট হন। কিন্তু প্রথম ১৩-য় বাদ পড়ে যান।

রাঘব চৈতন্য
  • 10/12

রাঘব চৈতন্য
বলিউডের নতুন গায়কদের মধ্যে যথেষ্ট নজর কাড়ছেন চৈতন্য। ইউটিউবে যথেষ্ট জনপ্রিয় তিনি। ওয়েব সিরিজ এবং মিউজিক অ্যালবামেও গান গেয়েছেন। রিয়েলিটি শো দিল হ্যায় হিন্দুস্তানি-তে অডিশন দিয়েছিলেন। প্রথম রাউন্ডেই বাতিল হন।

জুবিন নটিয়াল
  • 11/12

জুবিন নটিয়াল
২০১১ সালে রিয়েলিটি শো এক্স ফ্যাক্টর-এ অডিশন দিয়েছিলেন। শো-এর বিচারক ছিলেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এবং সঞ্জয় লীলা বনশালী। প্রথম ২৫ জন প্রতিযোগীর মধ্যএ নির্বাচিত হন জুবিন। কিন্তু শরীর খারাপ হওয়ার কারণে তাঁকে শো ছাড়তে হয়।

Advertisement
কপিল শর্মা
  • 12/12

কপিল শর্মা
অনেকেই জানেন না, কপিল একজন ট্রেন্ড গায়কও। স্ট্যান্ড আপ কমেডির দৌলতে আজ সারা দেশ তাঁকে চেনে। কপিল এক সময় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে অডিশন দিয়েছিলেন। তবে বিচারকদের সামনেও পৌঁছতে পারেননি। তার আগেই রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাঁকে।

Advertisement