
নো মেক-আপ লুকেও লাস্যময়ী নোরা ফাতেহি।

নোরার হাতে কালো Luis Vuitton ব্যাগের দাম ৩ লক্ষ।

টপের সঙ্গে মানানসই কালো স্টিলেটো।

একই ভাবে কালো বেল্ট কোমরে।

নো মেক-আপ লুকে কালো ক্রপ টপ আর ডেনিমেও সমান আবেদনময়ী নোরা ফাতেহি।

অন্ধেরিতে এমন অবতারেই সামনে এলেন নোরা। ছবি তুলেছেন যোগেন শাহ।