scorecardresearch
 
বলিউড

গোপনে বিয়ে সেরেছেন প্রভু দেবা! ফিজিওথেরাপিস্টের সঙ্গে সাত পাকে বাঁধা

প্রভু দেবা
  • 1/7

দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভু দেবা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় তখনই। ঘনিষ্ঠতা বাড়লে, দেরি না করে সেপ্টেম্বরেই বিয়ে সেরে নেন দুজন। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 2/7

প্রভু দেবার মুম্বইয়ের বাড়িতেই বিয়ের সম্সত অনুষ্ঠান হয়েছে বলে খবর। ইন্ডাস্ট্রির কেউই আমন্ত্রিত ছিলেন না। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 3/7

অথচ গত সপ্তাহেই নিজের ভাগ্নিকে বিয়ে করার কারণে খবরের শিরোনামে এসেছিলেন প্রভু দেবা। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 4/7

সূত্রের খবর, প্রভু দেবা একজন ফিজিওথেরাপিস্টকেই বিয়ে করেছেন। ভাগ্নিকে নয়। এই মুহূর্তে দম্পতি চেন্নাইতে আছেন। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 5/7

তবে এখনও পর্যন্ত প্রভু দেবার তরফ থেকে বিয়ের সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 6/7

১৯৯৫-এ রামলতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভু দেবা। তাঁদের তিন সন্তানও হয়। ২০০৮-এ বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরই ২০১১-এ রামলতার সঙ্গে সম্পর্কের ইতি ঘটে প্রভুর। (ছবি - ইনস্টাগ্রাম)

প্রভু দেবা
  • 7/7

অভিনেত্রী নয়নতারার সঙ্গেও সম্পর্কে জড়ান প্রভু দেবা। পরে অবশ্য সে সম্পর্ক টেকেনি। এরপর প্রভু নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। (ছবি - ইনস্টাগ্রাম)