Advertisement
মনোরঞ্জন

পা ধরলেন বিরাট, গর্ভাবস্থায় শীর্ষাসন অনুষ্কার

  • 1/8

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে আদরমাখা মুহূর্ত ধরা পড়ে বিরুষ্কার। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

  • 2/8

 এবারে একেবারে অনুষ্কাকে উল্টে দিলেন বিরাট। তবে আদর নয় এর পিছনে রয়েছে অন্য এক কারণ।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 3/8

আসলে অনুষ্কাকে শীর্ষাসন করতে সাহায্য করছেন বিরাট। গর্ভবতী স্ত্রীয়ের দুটি পা ধরে তাঁকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন তিনি। সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এরকমই এক ছবি।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
  • 4/8

আসলে যোগব্যায়াম অনুষ্কা শর্মার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে। অভিনেত্রী বরাবরই ফিট থাকতে খুবই পছন্দ করেন। তবে প্রেগনেন্সির স্টেজে সব ধরনের ব্যায়াম এই মুহূর্তে না করতে পারলেও, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ কিছু আসন আপাতত করছেন অনুষ্কা। মঙ্গলবার শেয়ার করেছেন পুরনো সেই ছবি।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 5/8

মাতৃত্ব বেশ উপভোগ করছেন অনুষ্কা শর্মা। বেবি বাম্প নিয়ে প্রায়শই শেয়ার করেন নানা ছবি।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 6/8

বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যে জনপ্রিয় অনুষ্কা শর্মা। প্রেগনেন্সির এই স্টেজেও যেন তৈরি করেছেন নতুন ফ্যাশন। সব হবু মায়েরা অনায়াসেই কপি করতে পারেন নায়িকার ফ্যাশন।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 7/8

 তবে এখনও কাজ থেকে বিরতি নেন নি অভিনেত্রী।সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গোলাপি পোশাকে বেবি বাম্প নিয়ে তাঁর পোজ সকলের নজর কেড়েছে।   (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
  • 8/8

সম্প্রতি তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারে 'মম টু বি' অনুষ্কা ডেলিভারি পরবর্তী কাজ সম্পর্কে জানিয়েছেন, তাঁর শিশু, বাড়ি এবং কাজের মধ্যে সম্পূর্ণ সাদৃশ্য তৈরি করার চেষ্টা করবেন তিনি। তাঁর কাজে ফিরে আসার বিষয়ে তিনি বলেন, ''বাচ্চা হওয়ার পরেই তিনি কাজে ফিরে আসবেন।'' তিনি আরও বলেন, ''আমি যতদিন বেঁচে আছি ততক্ষণ কাজ চালিয়ে যাব। কারণ অভিনয় আমায় সত্যিই খুব আনন্দ দেয়।'' (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement