
তৃতীয় সন্তানের জন্য তৈরি হচ্ছেন মডেল অভিনেত্রী লিজা হেইডন।

বেবি বাম্প রয়েছে, তাতে কী! নিজের পারফেক্ট বিকিনি বডি দেখাতে কোনও দ্বিধা নেই লিজার।

প্রেগনেন্সির সময়ও এমন পারফেক্ট টোনড বডি দেখে তাঁর ফ্যানরা প্রশংসায় মেতেছেন।

ইন্টারনেটে লিজার এই ছবিগুলি আপাতত ভাইরাল।

ছবিতে লিজাকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সূর্যস্নান করছেন তিনি।

তাঁর এই ছবিগুলি তুলেছেন স্বামী ডিনো লালওয়ানি।

তাঁর বহু অনুরাগী লিজার এমন অসাধারণ ত্বকের রহস্যের বিষয়ে জিজ্ঞাসা করেন।

মাতৃত্বকালীন সময়ে যে স্ট্রেচ মার্কস হয়, তাও অনুপস্থিত লিজার দেহে। যা নিয়ে অনেকে বিস্ময়প্রকাশও করেছেন।

লিজা এর আগে দুই ছেলে লিও এবং জ্যাক-এর জন্ম দিয়েছেন। অন্তঃসত্ত্বা থাকালীনই তিনি সন্তানের লিঙ্গ প্রকাশ করেন।

ছবি সৌজন্য: লিজার ইনস্টাগ্রাম হ্যান্ডেল