Advertisement
মনোরঞ্জন

Priyanka Chopra- Nick Jonas: একরত্তি মেয়েকে নিয়ে মার্কিন মুলুকে উদযাপন! দেখুন নিক- প্রিয়াঙ্কার দীপাবলির ছবি

  • 1/10

বিদেশে থাকলেও, স্বামী নিক জোনাসের সঙ্গে বিভিন্ন উৎসব উদযাপন করেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিবারে এসেছে নতুন অতিথি। তাই এবছরের দীপাবলি তাঁদের জন্য বাড়তি স্পেশাল। মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়েই এবার পার্বণে সামিল হলেন তাঁরা। 
 

  • 2/10

মার্কিন মুলুকের বাড়িতে দীপাবলির পুজোর আয়োজন করেছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। উপস্থিত ছিলেন তাঁর মা - মধু চোপড়াও।
 

  • 3/10

এদিন সকলেই সেজেছিলেন ট্রাডিশনাল পোশাকে। এমনকি বাদ যাননি নিক জোনাসও। কুর্তা-পাজামায় দেখা গেল পপ তারকাকে। 

Advertisement
  • 4/10

 সকলেই ম্যাচিং করে পোশাক পরেছেন দীপাবলিতে। প্রিয়াঙ্কা পরেছেন অফ হোয়াইট শারারা ও সোনালী ডিপ নেক ক্রপ টপ। সঙ্গে রয়েছে ডিজাইনার শ্রাগ। নিক- প্রিয়াঙ্কার একরত্তি কন্যার পরনে লেহেঙ্গা। যদিও মেয়ের মুখ এখনও কারও সামনে আনেননি তারকা জুটি। ইমোজি দিয়ে তার মুখ ঢাকা। 
 

  • 5/10

এদিন পিগি চপস ছিলেন একেবারে অন্য লুকে। চুলের খোঁপায় ছিল তাঁর গোলাপ। কপালে ছোট্ট লাল টিপ এবং সিঁথিতে সরু সিঁদুর। 'দেশি গার্ল'-কে এই রূপে দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। 
 

  • 6/10

আলোর উৎসবে নিক- প্রিয়াঙ্কার বাড়ি সেজে উঠেছে উঠেছে দারুণ ভাবে। বাড়িতে রাখা রয়েছে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি। পুজো উপলক্ষে কিছু অতিথিও আমন্ত্রিত ছিলেন এদিন। 
 

  • 7/10

দীপাবলি হোক কিংবা করভা চৌথ, বিদেশে থাকলেও। প্রায়শই প্রিয়াঙ্কাকে দেখা যায় এরকমই দেশি লুকে। স্ত্রীয়ের সঙ্গে ভারতীয় পোশাকে সেজে, রীতিনীতি পালন করেন নিক জোনাসও। 

Advertisement
  • 8/10

আবার অন্যদিকে বড়দিন হোক কিংবা ইস্টার, খ্রিস্টান ধর্মের সমস্ত উৎসব, রীতিনীতিও পালন করতে দেখা যায় নায়িকাকে। বলাই যায়, দুই দেশের, দুই সংস্কৃতির দারুণ মেল বন্ধন ঘটিয়েছেন জুটি। 

  • 9/10

দীপাবলির ছবিগুলি নিজের ইন্সটা পেজে শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, "সকলের জন্য ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি। আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই। একটু দেরি করে ফেলেছি, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই মুহুর্ত আরও একটু বেশিক্ষণ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি..ওম নমঃ শিবায়...।" 

  • 10/10

প্রিয়াঙ্কার এই ছবিগুলিতে তারকা থেকে শুরু করে অনুগামীরা ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায়। (সমস্ত ছবি সৌজন্য:ইন্সটাগ্রাম)
 

Advertisement