scorecardresearch
 
Advertisement
বলিউড

ব্রেন স্ট্রোকের আগে কার্গিলে মাইনাস ১২ ডিগ্রিতে শ্যুটিং করছিলেন রাহুল

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 1/8

এল.এ.সি - লিভ দ্য ব্যাটল (L.A.C - Live The Battle) ছবির  শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল রায়ের ব্রেন স্ট্রোক হয়।। ছবিটির শ্যুটিং  চলাকালীন স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীনগর থেকে মুম্বই নিয়ে আসা হয়েছিল তাঁকে। শ্যুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন রাহুল। এমনকি কথা বলতেও সমস্যা হয়েছিল তাঁর। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অভিনেতার।
 

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 2/8

নিবেদিতা আরও বলেছিলেন, "নীতিন তাদেরকে কারগিল থেকে শ্রীনগরে নিয়ে যাওয়ার পরে আবার মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। সমস্ত ব্যয়ভার নিয়েছে প্রোডাকশন। আমরা সঙ্গে সঙ্গে রাহুলকে হাসপাতালে নিয়ে এসেছি। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।"

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 3/8

'এল.এ.সি. - লিভ দ্য ব্যাটেল' ছবিটি নিশান্ত সিং মালকানির ওটিটি  প্ল্যাটফর্মে ডেবিউ ছবি। এই ছবিটি পরিচালনা করছেন নীতিন কুমার গুপ্ত। চিত্রা ভকিল শর্মা ও নিবেদিতা বসু ছবির প্রযোজক।
 

Advertisement
মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 4/8

নিবেদিতা বলেছেন, "কারগিলের তাপমাত্রা -১২ ডিগ্রি সেলসিয়াস থেকে -১৩ ডিগ্রি সেলসিয়াসে ছিল। প্রচণ্ড ঠাণ্ডা ছিল। প্রত্যেকের ঠাণ্ডায় সমস্যা হচ্ছিল। রাহুলের আর একদিন শ্যুটিং বাকি ছিল। কিন্তু আমরা যখন তাঁর সম্পর্কে জানতে পেরেছিলাম, আমরা নিতিনকে বলেছিলাম যে আমাদের তাঁকে এখান থেকে সরিয়ে নেওয়া দরকার।"
 

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 5/8

তিনি আরও বলেন, "লকডাউনের সময় রাহুলের সঙ্গে 'ওয়াক 'নামে একটি শর্ট ফিল্মের কাজ করার পরে, নীতিন (ছবির পরিচালক) জানতেন যে রাহুল একটি ভাল কাজ করবেন।"

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 6/8

ছবির প্রযোজক নিবেদিতা বসু জানান,"রাহুল পরিচালকের ঘনিষ্ঠ বন্ধু। এই প্রোজেক্টে সর্ব প্রথম তাঁকে নেওয়ার সিদ্ধান্ত হয়। যখন আমরা বাকি অভিনেতাদের সন্ধান করছিলাম,তখন আমরা জানতাম যে রাহুল এই প্রোজেক্টে রয়েছেন।"

মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 7/8
Advertisement
মাইনাস ১২ ডিগ্রিতে কার্গিলে শ্যুটিং করছিলেন রাহুল রায়
  • 8/8

সহ-অভিনেতা নিশান্ত জানান, "মঙ্গলবারই এটি ঘটেছিল। আমরা সবাই সোমবার রাতে ঘুমাতে যাওয়ার সময় তিনি ভাল ছিলেন। আমি মনে করি আবহাওয়ার জন্যেই তাঁর সমস্যা হয়েছে। কারগিলে যেখানে আমরা শুটিং করছি সেখানের তাপমাত্রা -১৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাহুলের শরীর ভাল ছিল না। আমরা লক্ষ্য করেছি যে তিনি সংলাপগুলি সঠিকভাবে বলতে পারছে না। তিনি সংলাপ ভুলে যাচ্ছিলেন না, তবে বাক্যটি সম্পূর্ণ করতে তাঁর অসুবিধা হচ্ছিল।"

Advertisement