scorecardresearch
 
Advertisement
বলিউড

Raj Kundra: IPL ম্যাচ ফিক্সিং থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, আগেও বিতর্কে ছিলেন রাজ

রাজ
  • 1/9

পর্ন ছবি (Porn Film) ছবি বানানোর অভিযোগে সোমবার রাতে মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। পুলিশের অভিযোগ, পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছবিয়ে দিতেন ইন্টারনেটে।

রাজ
  • 2/9

এমন ঘটনা প্রথম নয়। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে বিয়ের পর ভারতে লাইমলাইটে এসেছেন রাজ কুন্দ্রা। তার সঙ্গে তাঁর নানা বিতর্কিত দিকও সামনে এসেছে। হোম শপিং চ্যানেল বিতর্ক থেকে তাঁর রঙিন লাইফস্টাইল, শিল্পার সঙ্গে বিয়ে, অর্থিক অনিয়মের বহু বিষয় নিয়ে বার বার বিতর্কের কেন্দ্রে ছিলেন রাজ কুন্দ্রা।

IPL স্পট ফিক্সিং
  • 3/9

IPL স্পট ফিক্সিং
রাজ কুন্দ্রার সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। ২০০৯ সালে মরিশাসের একটি সংস্থার সঙ্গে রাজস্থান রয়্যাল্সের মালিকানা কিনে নেন শিল্পা এবং রাজ। শিল্পার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে টিমকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করা হয়। মার্কেটিং, মিডিয়ার নজরে থাকায় প্রচুর স্পনসরও আসে।

Advertisement
IPL স্পট ফিক্সিং
  • 4/9

২০১৩ সালে আইপিএল নিয়ে বেটিং করার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আইপিএ ইতিহাসে কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডে রাজ কুন্দ্রার নাম সামনে আসে। দলের বেশ কয়েকজন ক্রিকেটারকেও গ্রেফতার করা হয়েছিল সে সময়। রাজ স্বীকারও করেন, যে তিনি ম্যাচে বেটিং করেছিলেন এবং বড় অঙ্কের টাকা লাগিয়েছিলেন।

IPL স্পট ফিক্সিং
  • 5/9

আদালতে রাজ কুন্দ্রার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়। রাজস্থান রয়্যাল্স-কে ২ বছরের জন্য ব্যান করা হয়। একই সঙ্গে ২০১৫ সালে রাজ-কে আজীবন আইপিএ থেকে ব্যান করা হয়। এ বিষয়ে শিল্পা শেঠির নামও জড়ানো হয়েছিল, তার ফল ভুগেছিল গোটা টিম।

রাজ
  • 6/9

২০১৮ সালে গেইনবিটকয়েন (Gainbitcoin) নামের একটি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠএ রাজের বিরুদ্ধে। ওই সংস্থা ২ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে ই ডি রাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। মূল অভিযুক্ত এবং এই তছরুপের মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজ এবং তার ভাইকে গ্রেফতার করে পুনে পুলিশ। তদন্তে উঠে আসে, রাজ কুন্দ্রা-সহ বলিউডের অনেক বড় নাম এই সংস্থা এবং তার ভুয়ো স্কিম প্রোমোট করছিলেন।

রাজ
  • 7/9

২০১৭ সালে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করেন এক ব্যবসায়ী। রাজ-শিল্পার সংস্থা বেস্ট ডিল টিভি-র বিরুদ্ধে এই অভিযোগ ছিল। মামলার ৫ জনের বিরুদ্ধে IPC ৪২০ এবং ৪০৬ ধারায় মামলা রুজু করেছিল পুলিশ।

Advertisement
রাজ
  • 8/9

শুধুমাত্র আর্থিক তছরুপই নয়, তার সঙ্গে মুম্বইয়ের কুখ্যাত অপরাধ জগতের সঙ্গেও রাজের নাম জড়িয়েছিল। মানি লন্ডারিং মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন ইকবাল মির্চির সঙ্গে রাজ কুন্দ্রার নাম উঠে এসেছিল। এই ঘটনায় ই ডি রাজকে ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। যদিও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগ থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ।

রাজ
  • 9/9

এ বার নতুন করে পর্নোগ্রাফিক ছবি তৈরির মতো গুরুতর অপরাধের সঙ্গে রাজের নাম জড়িয়ে গেল। এই মামলার তদন্তের আগামী দিনে কী উঠে আসে তার দিকে নজর থাকবে সকলের।

Advertisement