scorecardresearch
 
Advertisement
বলিউড

সবজি বিক্রেতা ১৬৫০ টাকা চাওয়ায় রেগে লাল রাখি! কেন জানেন?

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 1/9

কোভিড পরিস্থিতির ফের বাড় বাড়ন্তে নাজেহাল সকলে। মুম্বইয়ের অবস্থা অন্যান্য রাজ্যগুলির মধ্যে আরও খারাপ। এই অবস্থায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) বেড়িয়েছেন বাজার করতে। 

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 2/9

আন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালা মার্কেটে রাখী সাওয়ান্তকে ক্যামেরাবন্দী করেছেন যোগেন শাহ। প্রথমে মাস্ক পরে থাকলেও ক্যামেরা দেখে তা খুলে ফেললেন 'বিগ বস ১৪-র এই ফাইনালিস্ট। 

Rakhi Sawant in Mumbai market রাখী সাওয়ান্ত
  • 3/9

লাল রঙের জিন্সের মিনি স্কার্টের সঙ্গে ছাই রঙা টপ পরেছেন অভিনেত্রী। চুলের দুদিকে বেণী করা তাঁর। 

Advertisement
Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 4/9

এদিকে ভিডিয়োতে দেখা যাচ্ছে সবজি কিনতে এসেছেন রাখি। কিন্তু দীর্ঘক্ষণ বাছাই করার পরও শেষমেশ তা কিনলেন না তিনি। 

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 5/9

আসলে সবজি বিক্রেতা তাঁর কেনা সবজির মোট দাম চেয়েছিলেন ১৬৫০ টাকা। আর তা শুনেই চক্ষু চড়ক গাছ রাখি সাওয়ান্তের। 

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 6/9

বেজায় চটে সোজা মুখের ওপর বললেন, "মানুষকে লুটছেন আপনারা!" একথা বলেই গাড়ি নিয়ে বেড়িয়ে গেলেন অভিনেত্রী। 

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 7/9

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' সিজন ১৪ শেষ হওয়ার পর থেকে প্রায়শই মুম্বই শহরে দেখা যায় রাখীকে। 'বিগ বস ১৪'-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঢুকেছিলেন রাখি। কিন্তু একেবারে ফিনালে অবধি প্রতি পর্বে তিনি দর্শকদের বিনোদন করেছেন। 

Advertisement
Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 8/9

শোনা গেছে সেই জন্যে তিনি ১৪ লক্ষ টাকা পারিশ্রমিকও নিয়েছেন। যদিও শেষ পর্যন্ত রুবিনা দিলায়ক বিজয়ী হয়েছেন 'বিগ বস'-র এই সিজনের। 

Rakhi Sawant in Mumbai market রাখি সাওয়ান্ত
  • 9/9

কিছুদিন আগেই জম্যাটো-র ডেলিভারি বয় ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। সেই সময়ে তিনি বলেছিলেন, "ওঁর সঙ্গে খুব অন্যায় হয়েছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমাদের পেটে যখন ক্ষিদের আগুন জ্বলে, জোম্যাটো , স্যুইগি বা যে কোনও ফুড ডেলিভারি অ্যাপের এক্সিকিউটিভরা বাড়িতে এসে খাবর পৌঁছে দিয়ে সেই আগুন নেভান। তাঁদের সম্মান করুন। ভালবাসুন। করোনার সময়েও তাঁরা নিজেদের কাজ করে যাচ্ছেন। কাউকে বলা হচ্ছে না যে, তাঁদের বাড়িতে ডেকে খাবার খাওয়ান। কিন্তু অন্তত এক গ্লাস জল তো দেওয়াই যাই। আমি সব সময়ে সেটাই করি।" 

(সমস্ত ছবি তুলেছেন: যোগেন শাহ)

Advertisement