দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভোগা রাখি সাওয়ান্তের মায়ের অস্ত্রোপচারের খরচ বহন করছেন সলমন খান। এ কথা এর আগেই রাখি জানিয়েছিলেন সকলকে। ছবি তুলেছেন যোগেন শাহ।
সোমবার রাখির মায়ের সফল অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে বেরিয়ে সলমন খান এবং সোহেল খানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ছবি তুলেছেন যোগেন শাহ।
হাসপাতাল থেকে বরিয়ে ক্যামেরার সামনেই রাস্তায় হাঁটু গেড়ে বসে সলমন খানকে ধন্যবাদ জানান। সে সময় কৃতজ্ঞতায় তাঁর চোখ জলে ভরে উঠেছিল। ছবি তুলেছেন যোগেন শাহ।
রাখির এই ভিডিও ভাইরাল হচ্ছে। কাঁদেত কাঁদতে রাখি বলছেন, 'আজ সকালে আমার মায়ের অপারেশন হয়ে গিয়েছে। আমি ইনস্টাগ্রামে মায়ের টিউমারের ভিডিও শেয়ার করেছি। ডাক্তাররা জানিয়েছেন যদি দ্রুত তাঁকে না আনা হত তবে বাঁচানো মুশকিল হত।' ছবি তুলেছেন যোগেন শাহ।
সলমনকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে রাখি বলেন, 'সলমন ভাই আি আপনার সামনে শুধু নতমস্তক হতে পারি... আপনি আমার মাকে বাঁচিয়েছেন।' ছবি তুলেছেন যোগেন শাহ।
কাঁদতে কাঁদতে রাখি বলতে থাকেন, 'আমি আর কিছু চাই না, শুধু মাকে চাই। মাকে ছাড়া আর কিছু চাই না। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ সলমন ভাই, আমার মা নতুন জীবন ফিরে পেল। ছবি তুলেছেন যোগেন শাহ।
ঈশ্বরের অসীম করুণা তিনি আমাদের জীবনে সলমন খান এবং সোহেল খানের মতো মসিহাকে পাঠিয়েছেন। আমার আয়ু, আমার সমস্ত পুণ্য সমস্ত আশীর্বাদ এঁরা দুজন পান আমি এটাই চাই। ছবি তুলেছেন যোগেন শাহ।
হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢোকার আগে মা-কে সাহস যোগাতে দেখা যায় রাখিকে। সেই ভিডিও শেয়ার করেন রাখি। ছবি তুলেছেন যোগেন শাহ।