Advertisement
মনোরঞ্জন

Rakhi Sawant: সচেতনতা বাড়াতে PPE কিট পরে ঘুরছেন রাখি সাওয়ান্ত

  • 1/9

করোনা কতটা ভয়ংকর হতে পারে, দ্বিতীয় ঢেউ তার প্রমাণ দিচ্ছে। প্রতি দিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। আক্রান্তের সংখ্যা দৈনিক সাড়ে তিন লক্ষ ছুঁই ছুঁই। তার মধ্যেও বহু মানুষ বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না।

  • 2/9

তবে এ বার সচেতনতা বাড়াতে এগিয়ে এলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিজের লুক নিয়ে বরাবারই ভীষণ সচেতন রাখী। কিন্তু গ্ল্যামারাস লুক ছেড়ে এখন PPE কিট পরে ঘুরছেন রাখি। 

  • 3/9

রাখি নিজেও করোনা নিয়ে যথেষ্ট ভয়ে রয়েছেন। সম্প্রতি মায়ের ক্যানসার অপারেশন রয়েছে। তাই আরও বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।

Advertisement
  • 4/9

এক সময় গ্ল্যামারাস লুক ছাড়া ক্যামেরার সানে দাঁড়াতে চাইতেন না রাখি। এখন তিনিই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে PPE কিট পরে সর্ব সমক্ষে আসছেন।

  • 5/9

সম্প্রতি কিছু ছবি সামনে এসেছে যেখানে আকাশি রঙের PPE কিট পরে দেখা যাচ্ছে রাখিকে। সঙ্গে নীল রঙের মাস্কও পরে ছিলেন তিনি।

  • 6/9

রাখি সাওয়ান্তের সময়টা এখন তেমন একটা ভালো চলছে না। মায়ের ক্যানসার অপারেশন হয়েছে সদ্য। তার মধ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন রাখি।

  • 7/9

আপাতত সুখবর এটাই যে অপারেশন সফল হয়েছে। তাঁর মা আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবুও মহামারীর ভয়াবহতা চিন্তা রেখেছে রাখিকে।

Advertisement
  • 8/9

কিছু দিন মায়ের অপারেশন হওয়ার পর রাখি রাস্তায় হাঁটু গেড়ে সলমন খানকে ধন্যবাদ জানান। সলমন খান কঠিন সময়ে রাখির পাশে থেকেছেন। চিকিৎসার খরচ বহন করেছেন সলমন।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yogen shah (@yogenshah_s)

  • 9/9

ছবি: যোগেন শাহ এবং রাখির সোশাল মিডিয়া পেজ

Advertisement