scorecardresearch
 
বলিউড

Raksha Bandhan: রিল লাইফ বোনদের নিয়ে কলকাতা সফরে অক্ষয়

রক্ষা বন্ধন
  • 1/7

ছবি মুক্তি আগামী ১১ অগাস্ট। তার আগে দেশের বিভিন্ন শহরে রিল লাইফ বোনদের নিয়ে সফরে দাদা অক্ষয় কুমার।

রক্ষা বন্ধন
  • 2/7

আজ সোমবার কলকাতার একটি বেসরকারি স্কুলে রক্ষা বন্ধন ছবির গোটা কাস্ট অ্যান্ড ক্রু উপস্থিত ছিল। ছবির প্রোমোশনে হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন তাঁরা।

রক্ষা বন্ধন
  • 3/7

এর মধ্যেই পুনে, হায়দরাবাদ, আমদাবাদ এবং ইনদওর-এ ছবির প্রোমোশনে ছবির গোটা টিম উপস্থিত ছিল।

রক্ষা বন্ধন
  • 4/7

দেশের বাইরে দুবাইতেও প্রোমোশনের জন্য গিয়েছেন অক্ষয় অ্যান্ড কোম্পানি। সঙ্গে ছিলেন ছবির পরিচালক আনন্দ এল রাই।

রক্ষা বন্ধন
  • 5/7

আজ কলকাতায় বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয় ছবির গোটা টিমকে। প্রিয় তারকাকে দেখতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

রক্ষা বন্ধন
  • 6/7

সেখানে খুদে ফ্যানদের সঙ্গে দীর্ঘ ক্ষণ সময় কাটান খিলাড়ি কুমার। তাদের সঙ্গে তোলেন সেলফিও।

রক্ষা বন্ধন
  • 7/7

ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, সীমা পাহওয়া, ভূমি পেডনেকর, নীরজ সুদ, সাদিয়া খাতিব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত এবং সহেজমিন কৌর।