Advertisement
মনোরঞ্জন

২ ফুটের দুলহা! সোশালে ভাইরাল হওয়ার পর এই অফার দিলেন সলমন

আজিম
  • 1/5

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২ ফুট ৬ ইঞ্চির আজিম মনসুরির কথা নিশ্চয় মনে থাকার কথা। বিয়ে হচ্ছে না বলে যিনি উত্তর প্রদেশের শামলিতে মহিলা থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। তাঁকে এ বার বলিউডের ভাইজান সলমন খান দিলেন এই বিশেষ প্রস্তাব।

আজিম
  • 2/5

আজিম জানান, তাঁর কাছে সলমন খানের তরফ থেকে ফোন আসে। তাঁকে মুম্বই গিয়ে ফিল্মে কাজ করার প্রস্তাবও নাকি দিয়েছেন ভাইজান। তবে এই খবরে বিশেষ একটা আমল দিচ্ছে আজিমের পরিবার। তাঁদের মতে, কেউ মজা করে এমন ফোন করতে পারে আজিমকে। তবে সলমনের ফোন আসুক না আসুক আজিমের জীবনে এখন বসন্ত। উত্তর প্রদেশ, বিহার-সহ আরও অন্যান্য রাজ্য থেকেও বিয়ের প্রস্তাব আসছে তাঁর কাছে।

আজিম
  • 3/5

২৬ বছরের আজিম উত্তর প্রদেশের কৈরানা টাউনের নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে। একটি প্রসাধনী জিনিসপত্রের দোকান রয়েছে তাঁর। গত ৯ মার্চ শামলি মহিলা থানায় গিয়ে ইন্সপেক্টরের কাছে বিয়ের জন্য দরবার করেন। ২৬ বছর বয়স হলেও শুধুমাত্র তাঁর উচ্চতা আড়াই ফুট হওয়ার কারণে তাঁর বিয়ে হচ্ছে না এমনটাই জানান তিনি।

Advertisement
আজিম
  • 4/5

আজিম জানিয়েছেন, ২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তাঁর বাবা মুলায়ম সিং যাদবের কাছেও বিয়ে নিয়ে আর্জি জানান। নির্বাচনের পর সমাজবাদী পার্টির সরকার তৈরি হলেও আজিমের বিয়ের ব্যাপারটা দেখবেন বলে আশ্বাস দেন অখিলেশ। আজিমের ইচ্ছা যত দ্রুত সম্ভব বিয়ে করে কোনও পাহাড়ি জায়গায় হানিমুনে যাবেন। বিয়েতে অবশ্যই অখিলেশ এবং তাঁর স্ত্রী ডিম্পলের নিমন্ত্রণ থাকবে।

আজিম
  • 5/5

আজিমের বিয়ের বিষয়ে শামলির পুলিশ সুপার সুকৃতি যাদব জানান, আইনগত দিক থেকে পুলিশ এ বিষয়ে রৃকোনও সাহায্য করতে পারে না ঠিকই। তবে মানবিকতার খাতিরে অবশ্যই সাহায্য করতে পারে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শামলি থানায় উত্তর প্রদেশ, বিহার এবং রাজস্থান থেকেও আজিমের জন্য বিয়ের প্রস্তাব আসছে।

Advertisement