Advertisement
মনোরঞ্জন

জন্মদিনের আগে গ্যালাক্সি-র সামনে নোটিস , অনুরাগীদের কী বার্তা দিলেন 'সল্লু ভাই'

  • 1/9

২৭ ডিসেম্বর বলিউডের কাছে এক বিশেষ দিন। এই দিনই জন্মেছিলেন  সুপারস্টার সলমন খান। এমন দিনে প্রতি বছর দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তদের দল হাজির হন সলমনের বাসভবন ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের সামনে। 

  • 2/9

সকলরে আবদার একটাই, বিশেষ দিনটিতে নিজেদের প্রিয় তারকাকে একবার চোখের দেখা। কাউকে নিরাশ করেন না বলিউডের সুলতান।এ বছর সম্ভবত এই চেনা ছবি দেখা যাবে না সুপারস্টারের জন্মদিনে।

  • 3/9

তবে এবার জন্মদিনের আগে  বান্দ্রার অ্যাপার্টমেন্টের সামনে একটি নোটিস ঝুলিয়েছেন সলমন। তাতে লেখা, ‘এত বছর ধরে জন্মদিনের দিন ভক্তদের ভালবাসা এবং স্নেহে আমি উচ্ছ্বসিত। আমার বিনম্র অনুরোধ, কোভিড অতিমারি এবং দূরত্ববিধির কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে ভিড় জমিয়ো না। মাস্ক পরো, স্যানিটাইজা করো এবং শারীরিক দূরত্ব বজায় রাখো। এখন আমি গ্যালাক্সিতে নেই।’ এই বার্তার নীচে শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করা রয়েছে সলমনের। 

Advertisement
  • 4/9

প্রতিবছর সলমন ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন। সঙ্গে থাকে পরিবার-বন্ধুরা। রাতভর চলে সেলিব্রেশন। বাকি সব কিছুর মতো করোনা অতিমারি কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও। 
 

  • 5/9

শোনা যাচ্ছে, চলতি বছরে নিজের জন্মদিন পালন করবেন না বলেই ঠিক করেছেন সলমন। এবার পানভেলের ফার্ম হাউসেও যাবেন না ভাইজান।
 

  • 6/9

ভাইজান নাকি ঠিক করেছেন  এই বছরটা কাজের মধ্যেই কাটাবেন। আপাতত ‘অন্তিম’ ছবির শুটিং করছেন তিনি। ২৭ ডিসেম্বরও ছবির সেটেই থাকবেন। 

  • 7/9

তবে শোনা গিয়েছে, গ্যালাক্সির সামনে ভক্তদের জড়ো হতে নিষেধ করলেও এবারের জন্মদিনে অনুরাগীদের বিশেষ বার্তা দেবেন ভাইজান। 
 

Advertisement
  • 8/9

গত বছর জানিয়েছিলেন, মায়ের ইচ্ছে পূরণ করবেন তিনি। সিক্স প্যাকের সাম্রাজ্যে ফিরবেন। সেই কথা যে ভালভাবেই রেখেছেন, তা অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলেই দেখা গিয়েছে।

  • 9/9

এদিকে সলমনের  ‘বার্থ ডে স্পেশাল’ এপিসোডে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের থেকে বিশেষ ট্রিবিউট পেতে চলেছেন অভিনেতা। সল্লু ভাইকে নাকি  শুভেচ্ছা জানাতে আসবেন তাঁর দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং রবীনা টন্ডন।

Advertisement