
"নমস্কার আমি বব বিশ্বাস, এক মিনিট!"

সুজয় ঘোষ পরিচালিত ২০১০-এ মুক্তিপ্রাপ্ত ছবি 'কাহানি' ছবির এই সংলাপ আজও সকলের অক্ষরে অক্ষরে মনে আছে।

বব বিশ্বাস চরিত্রটি দেখে অনেকেরই কপালে ঘামের বিন্দু জমা হয়েছিল অলক্ষ্যেই। সেই শাশ্বত চট্টোপাধ্যায় অবাঙালিদের মননেও গেঁথে রয়েছেন এই চরিত্রের হাত ধরেই।

প্রায় ১০ বছর পর আবারও দর্শকদের সামনে ফিরে আসছেন বব বিশ্বাস। কিন্তু সম্পূর্ণ নতুনরূপে। এবারে শাশ্বত নয়, দর্শকেরা দেখবেন অভিষেক বচ্চনকে এই চরিত্রে অভিনয় করতে।

বর্তমানে কলকাতায় 'বব বিশ্বাস' ছবির শুটিংয়ে এসেছেন জুনিয়র বচ্চন। ময়দান, পাটুলি পঞ্চসায়র ও বেনিয়াপুকুরে ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শ্যুটিং হবে বলে এখনও পর্যন্ত জানা গেছে।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজনায় 'বব বিশ্বাস' ছবি দিয়ে পরিচালনায় ডেবিউ করছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ।

এর আগেও চলতি বছরের শুরুর দিকে প্রায় ২১ দিন কলকাতায় থেকে শ্যুট করে গিয়েছিলেন অভিষেক বচ্চন।

জানুয়ারিতে খবর চাউর হতেই জল্পনার শীর্ষে উঠেছে ছবিটি। এখনও পর্যন্ত অনেকেই মেনে নিতে পারেননি অন্য কোন বব বিশ্বাসকে।

সেই চশমা, সেই ফোন, তাহলে কি এই ছবিতেও লাইফ ইনসিওরেন্স এজেন্ট হিসেবে এই ছবিতেও থাকবেন মিস্টার বিশ্বাস? নাকি অন্য কোনও দিকে মোড় নেবে ছবির গল্প ও চরিত্রটিও।

ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ নিজেই। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনুপম রায়

শোনা যাচ্ছে এই ছবিটিরও পরোতে পরোতে থাকবে রহস্য, ক্রাইম। ছবিতে ক্যামেও চরিত্রে দেখা যাবে বিদ্যা বাগচি অর্থাৎ বিদ্যা বালন কে।

শাশ্বত না অভিষেক, কোন বব বিশ্বাসকে দর্শকেরা মেনে নিচ্ছেন করছেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।

এখনো পর্যন্ত জানা যায় নি ছবি মুক্তির তারিখ তবে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন বব বিশ্বাসের লুক দেখার জন্য