Advertisement
মনোরঞ্জন

Shahrukh Khan Birthday,Mannat Decorations: কিং খানের জন্মদিনে আলোয় সেজে উঠল মন্নত! দেখুন PHOTOS

  • 1/8

চলছে উৎসবের মরসুম। শাহরুখ খানের বাড়িতে এই মুহূর্তে কার্যত খুশির জোয়ার নেমে এসেছে।  শনিবার আরিয়ান খান জেল থেকে বাড়ি ফিরেছেন প্রায় চার সপ্তাহ পরে। 

  • 2/8

এদিকে আবার ২ নভেম্বর বলিউড বাদশাহর জন্মদিন। তাই গোটা শাহরুখ -গৌরীর মন্নত সাজানো হল প্রদীপ ও লাইটে। এই বছর কিং খান ৫৬ বছর পূর্ণ করছেন। 

  • 3/8

এসআরকে-র পরিবারের গত কয়েকদিন খুব কঠিন সময় কেটেছে। আগে দু'বার আরিয়ানের জামিন নাকচ হয়ে যাওয়ায় পর থেকে  রীতিমত ভেঙে পড়েছিলেন গৌরী। তবে ছেলে ফিরে আসায়, এবার একসঙ্গে একাধিক উৎসব উদযাপন করবেন 'খান পরিবার'। 

Advertisement
  • 4/8

আরিয়ান জেল থেকে ফেরার পর মন্নতের সামনে তাঁকে স্বাগত জানান শাহরুখ অনুরাগীরা। স্লোগান দিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কিং খান পরিবারকে শুভেচ্ছা জানান তাঁরা। 

  • 5/8

গত ২ অক্টোবর, শনিবার মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে তল্লাসি করে  NCB। সেখানে মাদক মামলায় গ্রেপ্তার হয় আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট সহ আরও ৬ জন। ৮ অক্টোবর মুম্বইয়ের আর্থার রোড কারাগারে পাঠানো হয় শাহরুখ পুত্র আরিয়ানকে। ২২ অক্টোবর, আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করতে যান কিং খান। 
 

  • 6/8

 ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান এবং বাড়ি ফেরেন ৩০ অক্টোবর। পরিবারে নেমে এসেছে স্বস্তি ও শান্তি। তবে মাদক মামলায় আরিয়ান খানকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। 
 

  • 7/8

ছেলে জালে থাকাকালীন, বলিউড ইন্ডাস্ট্রির থেকে সমর্থন পেয়েছেন শাহরুখ খান। সলমন খান, রবীনা টন্ডন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, মিকা সিং, সোনু সুদ, হনসল মেহেতা, ফারহা খানের মতো তারকারা সাপোর্ট করেন কিং খানকে। 
 

Advertisement
  • 8/8

মন্নতের ছবি সৌজন্য- যোগেন শাহ
 

Advertisement