scorecardresearch
 
বলিউড

PHOTOS: স্বামীর সঙ্গে বাথটবে শেফালি! ফের ভাইরাল ছবি

শেফালি
  • 1/8

স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন কাঁটা লগা গার্ল অভিনেত্রী শেফালি জরিওয়ালা।

শেফালি
  • 2/8

সেখান থেকে ছুটির একের পর এক ছবি আপলোড করছেন সোশাল মিডিয়ায়। যা বেশ ভাইরালও হচ্ছে।

শেফালি
  • 3/8

সম্প্রতি বাথটপে পরাগ আর শেফালির একটি ছবি আপলোড করেন।

শেফালি
  • 4/8

ছবিতে দেখা যাচ্ছে বাথটবে বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন দুজনে।

শেফালি
  • 5/8

এর আগেও বিকিনি পরা কিছু আপলোড করেন শেফালি, যে সোশালে ভাইরাল হয়।

শেফালি
  • 6/8

লাল বিকিনি পরে সুইমিং পুলের পাশে তোলা সেই ছবি প্রচুর লাইক পায়।

শেফালি
  • 7/8

পরাগও শেফালির সঙ্গে বহু ছবি তাঁর সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছএন। ২০১৪ সালে এঁরা বিয়ে করেন।

শেফালি
  • 8/8

ছবি সৌজন্য: শেফালি এবং পরাগের ইনস্টাগ্রাম হ্যান্ডেল