শের শাহ' ছবিতে তাঁদের রসায়ন দিয়ে দেশজুড়ে ভক্তদের খুশি করা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি অবশেষে আজ এক হবেন (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দম্পতি। দু'জনের প্রথম ছবির অপেক্ষায় সবাই। তার আগে আমরা এই বিয়ে সংক্রান্ত বিশেষ কিছু কথা বলি।
কথিত আছে 'শের শাহ' ছবির সময় সিদ্ধার্থ ও কিয়ারা প্রেমে পড়েছিলেন। এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে এবং এখন দুজনেই জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ে করতে চলেছেন। এই বিলাসবহুল প্রাসাদ দম্পতির রাজকীয় বিয়ের জন্য উপযুক্ত।
এই প্রাসাদের একটি কক্ষে এক রাত কাটাতে খরচ করতে হয় দেড় লাখ টাকা। কিয়ারা এবং সিদ্ধার্থ প্রাসাদের ৮৪টি রুম বুক করেছেন। বিলাসবহুল প্রাসাদে থাকার পাশাপাশি অতিথিদের বিনোদনের আরও ব্যবস্থা করা হয়েছে।
প্রাসাদের আরামদায়ক ও বিলাসবহুল কক্ষে সময় কাটানোর পাশাপাশি অতিথিদের জন্য স্পা সুবিধাও দেওয়া হচ্ছে। দম্পতির বিয়েতে মজা করার পাশাপাশি অতিথিরাও বিশ্রাম নিতে পারবেন।
খাবারের মেনু সম্পর্কে কথা বলতে গেলে, দম্পতি তাঁদের বিয়েতে অতিথিদের কাছে ডাল বাটি চুরমার মতো ঐতিহ্যবাহী রাজস্থানী খাবার পরিবেশন করতে চলেছেন। এছাড়াও অতিথিরা পাঞ্জাবি, চাইনিজ, থাই ও কোরিয়ান খাবারের স্বাদ পাবেন।
খাবারের মেনু সম্পর্কে কথা বলতে গেলে, দম্পতি তাঁদের বিয়েতে অতিথিদের কাছে ডাল বাটি চুরমার মতো ঐতিহ্যবাহী রাজস্থানী খাবার পরিবেশন করতে চলেছেন। এছাড়াও অতিথিরা পাঞ্জাবি, চাইনিজ, থাই ও কোরিয়ান খাবারের স্বাদ পাবেন।
সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের অতিথি তালিকা দীর্ঘ নাও হতে পারে, তবে তাঁদের বিয়ের আসর অবশ্যই রাজকীয়। এই বিয়েতে হাজির হতে চলেছেন আম্বানি পরিবারের সদস্য ইশা আম্বানি ও আনন্দ পিরামল। এছাড়াও শাহিদ কাপুর, ডিজাইনার মনীশ মালহোত্রা এবং করণ জোহরও বিয়েতে এসেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রিয় মেহেন্দি শিল্পী বীনা নাগদা কনে কিয়ারা আদবানির হাতে সিদ্ধার্থ মালহোত্রার নামে মেহেন্দি করতে জয়সলমেরে পৌঁছেছেন।
রাজকীয়ভাবে বিয়ের পর হানিমুনে যাবেন না সিদ্ধার্থ ও কিয়ারা। দুজনকেই তাঁদের পরিবারের পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলে আলোচনা রয়েছে। এরপর দুজনেই তাঁদের ছবির কাজ শেষ করবেন। কাজ শেষ হলেই হানিমুনে যেতে পারবেন সিড ও কিয়ারা।