Advertisement
মনোরঞ্জন

Sonakshi Sinha Pregnancy News: মা হচ্ছেন সোনাক্ষী? পেটে হাত দিয়ে জাহিরের ইঙ্গিতে ফের চর্চা

Sonakshi Sinha baby bump
  • 1/8

ফের শিরোনামে সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবাল। আরও একবার গুঞ্জন ছড়িয়েছে, মা হতে চলেছেন নায়িকার।  

Sonakshi Sinha gossips
  • 2/8

সোনাক্ষীর গর্ভধারণ নিয়ে চর্চা শুরু হয় সম্প্রতি এক ফ্যাশন ইভেন্ট থেকে। সকলের মনে প্রশ্ন সত্যিই কি মা হতে চলেছেন শত্রুঘ্ন কন্যা?  

Sonakshi
  • 3/8

পাপরাৎজ্জিদের জন্য এদিন পোজ দেওয়ার সময় দেখা যায়, সোনাক্ষী স্কার্ফ দিয়ে পেট ঢেকে রেখেছেন। আর সেখানেই তাঁর পেটের উপর হাত বোলাচ্ছেন জাহির।

Advertisement
Sonakshi Sinha news
  • 4/8

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, মা হতে চলেছেন বলিউড নায়িকা। যদিও সোনাক্ষী এখনও গর্ভাবস্থার এই খবরে কোনও মন্তব্য করেননি। তবে জাহির একটি মজার প্রতিক্রিয়া দিয়েছেন।

Sonakshi Sinha
  • 5/8

জাহির, সোনাক্ষীর পেট স্পর্শ করে তাঁকে সাবধান করছেন। এটা দেখে সোনাক্ষী প্রথমে হতবাক হয়ে যান। তারপর চিৎকার করে বলেন 'জহির!' অভিনেত্রী তাঁর স্বামীর হাত পেট থেকে সরিয়ে নেন।

Sonakshi Sinha zaheer iqbal
  • 6/8

এরপর আবারও সোনাক্ষীর পেটে হাত রাখেন জাহির। দম্পতির মজার মুহূর্তগুলি দেখে সবাই তাঁদের রসায়নের প্রশংসা করছে।

Sonakshi Sinha pregnant
  • 7/8

গর্ভাবস্থার খবরে জাহির এভাবে প্রতিক্রিয়া জানাবে, তা কেউ আশা করেনি। নেটিজেনরা তাঁকে মজার মানুষ বলে অভিহিত করেছেন।

Advertisement
Sonakshi Sinha video
  • 8/8

২০২৪ সালে বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তারপর থেকে একাধিকবার সোনাক্ষীর গর্ভধারণের গুজব ছড়িয়ে পড়ে। এবার দেখার, খবর কতটা সত্যি। 

Advertisement