Advertisement
মনোরঞ্জন

PHOTOS: ভার্চুয়ালে সত্যিকারের প্রেম খুঁজছেন? দেখে নিন সানি-র টিপস

  • 1/8

বেশ কয়েকটি সিজন ধরে রিয়েলিটি শো SplitsVilla সঞ্চালনা করছেন সানি লিওন। ১৩তম সিজনে জানি জানিয়েছেন, বর্তমান ভার্চুয়াল জুগে যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা এবং তাতে ভালোবাসাও বজায়া রাখা খুব কঠিন। তবে কিছু বিশেষ পদ্ধতি আছে যার মাধ্যমে এটা করা যেতে পারে।

  • 2/8

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে একটি সাক্ষাৎকারে সানি বলেন, 'আমি আজও ডেটে সামনা সামনি চোখে চোখ রেখে কথা বলা এবং সামনের মানুষটির প্রতিক্রিয়া দেখা পছন্দ করি।'

  • 3/8

'আজকের ডিজিটাল যুগে ভার্চুয়াল সম্পর্কে সামনের ব্যক্তির টোন এবং তাঁর ইমোশনাল প্রয়োজন বোঝা খুব দরকার। অনেক ক্ষেত্রে সামনের ব্যক্তির রিয়্যাকশন এ জন্য টেগেটিভ হয়ে পারে কারণ তাঁর দিনটা হয়তো ভালো যায়নি।'

Advertisement
  • 4/8

'আমার মনে হয় আজকের দিনেও সেলফি তোলার চেয়ে প্রিয় মানুষকে এটা বেশি দরকার যে তুমি তাঁকে ভালোবাসো।'

  • 5/8

সানির মতে, প্রিয়জনকে এটা জিজ্ঞাসা করা, যে সে কেমন রয়েছে, ভাষণ জরুরি। আগে অভিভাবকরা যখন তাঁকে হোমওয়র্ক করতে বলতেন, তাঁরা এটা বুঝতে চাইতেন না যে আজ দিনটা হয়তো ভালো যায়নি। বা তাঁরা জানার চেষ্টাও করতেন না।

  • 6/8

দিনটা কেমন কাটল? কেমন অনুভব করছ? আঝকের সময়ে দাঁড়িয়ে এ সব জিজ্ঞাসা করা বা খোঁজ নেওয়া ভীষণ প্রয়োজন। এটা প্রিয়জনকে বলে দেবে আপনি তাঁকে ভালোবাসেন।

  • 7/8

শো সম্পর্কে সানি জানান, এই শো ডেটিংয়ের অনুভবকে একটা নতুন পরিভাষা দিয়েছে।

Advertisement
  • 8/8

ছবি সৌজন্য: সানির ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement