scorecardresearch
 
বলিউড

Sushmita Sen and Rohman Shawl Break Up: "সম্পর্ক শেষ...ভালোবাসা রয়ে গেছে"! রোহমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুস্মিতা

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 1/12

আলোচনায় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও তাঁর বয়ফ্রেন্ড রোহমান শল। দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তাঁদের। প্রথমে জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত নিজেই সেকথা স্বীকার করালেন বিশ্ব সুন্দরী। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 2/12

সুস্মিতা সেন ও রোহমান শলকে বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যেই ধরা হত। তাঁদের জুটি সকলেই পছন্দ করতেন। তাঁদের রসায়ন সকলেরই চোখে পড়ার মতো ছিল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সুস্মিতা এবং রোহমান নিজেদের আদরমাখা মুহূর্ত শেয়ার করতেন। 
 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 3/12

এমনকী তাঁদের রোম্যান্টিক ছবি দেখে প্রশংসায় ভরাতেন নেটিজেনরা। ফ্যানেরা প্রায়ই সুস্মিতা ও রোহমানকে তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করতেন। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 4/12

হঠাৎই শোনা যায়, রোহমান, অভিনেত্রীর বাড়ি ছেড়ে, বর্তমানে তাঁর বন্ধুর বাড়িতে রয়েছেন। দম্পতির ঘনিষ্ঠ সূত্র মারফত এই খবর চাউর হয়। 
 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 5/12

বৃহস্পতিবার সুস্মিতা সিলমোহর দিলেন এই জল্পনার। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রোহমানের সঙ্গে তাঁর সম্পর্কে ইতির কথা। 
 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 6/12

 দু'জনের একটি ছবি পোস্ট করে 'আরিয়া' অভিনেত্রী লেখেন, "আমরা বন্ধু হিসাবে শুরু করেছি, আমরা বন্ধুই থাকব!! সম্পর্ক অনেকদিন আগে শেষ হয়ে গেছে...ভালোবাসা রয়ে গেছে... আমি তোমাদের সকলকে ভালোবাসি, দুগ্গা দুগ্গা" 

 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 7/12

এই পোস্টে নায়িকার হ্যাশট্যাগ দেখেই বোঝা যাচ্ছে, আর কোনও জল্পনা বা আলোচনা এই নিয়ে চাইছেন না তিনি। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 8/12

গত প্রায় দু'বছর ধরে সুস্মিতা ও তাঁর দুই মেয়ের সঙ্গেই থাকছিলেন রোহমান। নায়িকার বিভিন্ন ভিডিওতে তাঁকেও দেখা যেত। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 9/12

শোনা যায়, একটি কফি ডেটে আলাপ হয়েছিল সুস্মিতা- রোহমানের। খুব শীঘ্রই তাঁরা একে অপরের ভাল বন্ধু হয়ে যায় এবং পরে তা গভীর সম্পর্কে পরিণত হয়। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 10/12

মিষ্টি এই বি-টাউন জুটির ব্রেক আপে মন ভেঙেছে দু'জনের ফ্যানেদের। এমনকী নেটিজেনদের অনেকেই এখনও আশা করছেন, আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 11/12

মিষ্টি এই বি-টাউন জুটির ব্রেক আপে মন ভেঙেছে দু'জনের ফ্যানেদের। এমনকী নেটিজেনদের অনেকেই এখনও আশা করছেন, আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের। 

sushmita sen and rohman shawl break up confirmed- সুস্মিতা সেন ও রোহমান শল
  • 12/12

 সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক