Advertisement
মনোরঞ্জন

Sushmita Sen: তৃতীয় সন্তান দত্তক নিচ্ছেন? জল্পনার অবসান ঘটিয়ে নিজেই উত্তর দিলেন সুস্মিতা

  • 1/9

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য শিরোনামে রয়েছেন। কিছুদিন আগে বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে ব্রেকআপ হয় তাঁর। 

  • 2/9

এর কিছুদিনের মধ্যেই জল্পনা শোনা যায়, জীবনে নতুন অতিথিকে স্থান দিতে চলেছেন সুস্মিতা। নতুন অতিথি অর্থাৎ তিনি তৃতীয় সন্তানকে দত্তক নিতে চলেছেন, এই খব্রি ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। 

  • 3/9

এতদিন চুপ থেকে শেষ পর্যন্ত এই নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানুষের সব বিভ্রান্তি দূর করেছেন তিনি।

Advertisement
  • 4/9

দুই মেয়ে রেনে এবং আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা সেন। অভিনেত্রীর সোশ্যাল পেজে চোখ রাখলেই তাদের সঙ্গে নানা মুহূর্তের ঝলক পাওয়া যায় অনায়াসেই। 

  • 5/9

কয়েকদিন আগে মুম্বইয়ের বান্দ্রায় এক রেস্তোরাঁর বাইরে মেয়েদের নিয়ে হাজির হন সুস্মিতা। তবে দুই কন্যা ছাড়া আরও এক ছোট্ট শিশু সেখানে লেন্সবন্দী হন। ছবিতে ওই শিশুটিকে একসঙ্গে অনেকে মনে করেন, তৃতীয় সন্তান দত্তক নিতে চলেছেন 'সুস'।

  • 6/9

মুহূর্তে ভাইরাল হয় সেদিনের ছবি। যার মধ্যে একরত্তি ছেলেটির একটি ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "মিডিয়ায় ভাইরাল হওয়া খবর সম্পর্কে আমার 'গডসন' অ্যামাডিউসের সঙ্গে গল্প করছি। ওর অভিব্যক্তিই সব বলে দিচ্ছে।"
 

 

  • 7/9

ছবিটি লেন্সবন্দী করেছেন শ্রীজায়া, অ্যামাডিউসের মা। এই কথাও উল্লেখ করেন তিনি। ফলস্বরূপ এই বিবৃতি দিয়ে সুস্মিতা সেন জানিয়েছেন যে, তিনি তৃতীয় সন্তান দত্তক নিচ্ছেন না।
 

Advertisement
  • 8/9

সব নিন্দুকদের মুখে ছাই ঢেলে, ২০০০ সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন। এর ঠিক ১০ বছর পর, ২০১০ সালে আলিশাকেও দত্তক নেন।

  • 9/9

সুস্মিতা সেন বিয়ে না করেই উভয় কন্যাকে মানুষ করছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে, একজন অবিবাহিত মহিলাও চাইলে সব কিছু করতে পারেন। 

Advertisement