scorecardresearch
 
Advertisement
বলিউড

লক ডাউনে ব্যাডমিন্টনেই নিজেকে ফিট রাখছেন সুস্মিতা

সুশ
  • 1/9

জিম থেকে সুইমং পুল, সব কিছু বন্ধ। তাই বলে শরীর চর্চা বন্ধ থাকবে? মোটেই নয়। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 2/9

বাড়ির পার্কি লটেই মেয়ের রেনে-র সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 3/9

ফিটনেস ফ্রিক হিসাবে সুস্মিতার যথেষ্ট পরিচিতি রয়েছে বলিউডে। প্রায়শই জিম সেশনের ছবি আপলোড করতেন তিনি। ছবি তুলেছেন যোগেন শাহ।

Advertisement
সুস
  • 4/9

কখনও নাচের ভিডিও পুরনো বলিউডি ঝলকের দেখা মিলল সুস্মিতার। বিশেষত দিলবর গানটি যখন রিমিক্স হয়, সে সময় আসল গানে পারফর্ম করে ভিডিও আপলোড করেছিলেন সুস্মিতা। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 5/9

সেই ভিডিও দারুণ ভাইরাল হয়েছিল সে সময়। রিমিক্সেও দারুণ পারফর্ম করেছিলেন নোরা ফাতেহি। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 6/9

৩ দিন আগে মিস ইউনিভার্স বিউটি কনটেস্ট জেতার ২৭ বছর পূর্ণ হয়েছে। সে উপলক্ষে টুইট করে সকল ফ্যানদের আরও একবার মনে করিয়ে দেন সিস্মিতা। সেই প্রথম কোনও ভারতীয় নারীর মাথায় উঠেছিল বিশ্ব সুন্দরীর মুকুট। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 7/9

১৯৯৪ সালে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এই প্রতিযোগিতার আসর বসেছিল। প্রথম দর্শনেই বাজিমাত করেছিলেন সুস্মিতা সেন। ছবি তুলেছেন যোগেন শাহ।

Advertisement
সুস
  • 8/9

বাঙালি হিসাবে তো বটেই, ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন সে দিন। ছবি তুলেছেন যোগেন শাহ।

সুস
  • 9/9

কিছু দিন আগে আরিয়া ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। সকলেই এই সিরিজে তাঁর অভিনয়ের প্রশংসা করেন। ছবি তুলেছেন যোগেন শাহ।

Advertisement