বিয়ে করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সকলকে চমকে দিয়ে রাজনীতিবীদ ফাহাদ আহমেদের সঙ্গে হঠাৎই বিয়ের খবর দিলেন অভিনেত্রী।
স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে ৬ জানুয়ারি আইনী বিয়ে সেরেছেন স্বরা- ফাহাদ। আজ (১৬ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিয়ের কথা জানান নব দম্পতি।
রাজনৈতিক মঞ্চেই প্রথম দেখা। বহু প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন একসঙ্গেই। বোনের বিয়েতে স্বরাকে নিমন্ত্রণ করেন ফাহাদ। ২০১৯ সালে প্রতিবাদের সময় দুজনে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হোন। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং সে বন্ধুত্ব পরিণত হয় সম্পর্কে। দু'জনের মধ্যে দেখা-সাক্ষাৎ বাড়তে থাকে এবং বিষয়টি বিয়ে পর্যন্ত পৌঁছায়।
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করে স্বরা লেখেন, "অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। এরপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।"
Sometimes you search far & wide for something that was right next to you all along. We were looking for love, but we found friendship first. And then we found each other!
— Swara Bhasker (@ReallySwara) February 16, 2023
Welcome to my heart @FahadZirarAhmad It’s chaotic but it’s yours! ♥️✨🧿 pic.twitter.com/GHh26GODbm
অন্যদিকে ফাহাদ আহমেদ ভিডিওটি রিট্যুইট করে লেখেন, "আমি জানতাম না শোরগোল এত সুন্দর হতে পারে... আমার হাত ধরার জন্য ধন্যবাদ স্বরা।"
I never knew chaos can be so beautiful ❤️
— Fahad Ahmad (@FahadZirarAhmad) February 16, 2023
Thank you for holding my hand love @ReallySwara 😘😘 https://t.co/ivKVsZrMyx
বৃহস্পতিবার বাগদান করেন স্বরা- ফাহাদ। মেহেন্দি পরা হাতে ম্যাচিং পোশাকে সেজেছেন জুটি। নায়িকার পরনে লাল শাড়ি, সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ। একেবারে হালকা মেকআপ এবং গয়নায় এদিন সেজেছেন তিনি। অন্যদিকে ফাহাদের পরনে সাদা রঙা পঞ্জাবি ও লাল জহর কোর্ট। বরের কাঁধে মাথা রেখে ছবিতে পোজও দিয়েছেন নায়িকা। দু'জনের মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে, একে অপরের সঙ্গে দারুণ খুশি তাঁরা।
ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির নেতা। তিনি মহারাষ্ট্র এসপি যুব কমিটির রাজ্য সভাপতি। ফাহাদ ইউপির বরেলির বাহেদি এলাকার বাসিন্দা। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে, টাটা ইনস্টিটিউট মুম্বইতে পিএইচডি করছেন। CAA- NRCC আন্দোলনের সময় তিনি স্বরার সঙ্গে দেখা করেন।