
আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে বলিউড। কাজ শুরু করেছেন সকলে। সেই ব্যস্ততার মাঝেই পরিবার ও বিশেষ বন্ধুর সঙ্গে মালদ্বীপে সময় কাটিয়ে এলেন তাপসী পান্নু।

মালদ্বীপে গিয়ে 'বিকিনি শ্যুট' নামক একটি মিউজিক ভিডিও শ্যুট করেন তাপসী। শ্যুটে অভিনেত্রীর সঙ্গে তাঁর দুই বোন শগুন ও এভানিয়া পান্নু ও বিশেষ বন্ধু ম্যথিয়াসকেও দেখা গিয়েছে।

'সাথ নিভানা সাথিয়া' সিরিয়ালের ভাইরাল হওয়া সংলাপ 'রসোই মে কন থা'- র প্যারোডি করেই মিউজিক ভিডিওটি তৈরি করেছেন যশরাজ মুখোটে।

দ্বীপের মাঝে তাঁর বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে কিছুক্ষণেই।

কাজের থেকে বিরাম নিয়ে মালদ্বীপে যে প্রাণখোলা নিঃশ্বাস নিচ্ছিলেন তাপসী, তা তাঁর সোস্যাল মিডিয়ায় করা পোস্ট থেকেই বোঝা যায়।

কালো বিকিনি পরে, বৃহৎ এক ঘন্টা বাজানোর ছবি শেয়ার করে তাপসী লিখেছেন, " খারাপ সময়কে বাজিয়ে নিচ্ছি"।

মালদ্বীপের মনোরম পরিবেশে প্রকৃতির কোলে নিজের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন তাপসী। সেই ছবি শেয়ার করে লিখেছেন, তাঁর প্রিয় সময়, ভোর ও গোধূলির কথা।

কখনো রঙিন বা কালো বিকিনি, তো কখনো অফ্ শোল্ডার সাদা জামায় ফ্যানেদের মন জয় করেছেন তাপসী। বোন শগুন পান্নুর সঙ্গেও শেয়ার করলেন ছবি।

অভিনেত্রীর বিশেষ বন্ধু ম্যাথিয়াস বো, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করে লিখেছেন, "আমি যেভাবে ছুটি কাটালাম "।

ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো - র সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী পান্নু। অভিনেত্রীর জন্মদিনে প্রথমবার ম্যাথিয়াস তাঁদের দুজনের এই ছবি শেয়ার করে লিখেছিলেন, তিনি খুব ভাগ্যবান।