scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: তারে জমিন পর-এর ছোট্ট ঈশান এখন কেমন দেখতে জানেন? দেখুন ছবি

দরশীল
  • 1/8

আমির খান পরিচালিত তারে জমিন পর ছবির ছোট্ট ঈশান-কে মনে আছে? ঠিকই ধরেছেন কথা হচ্ছে দরশীল সাফারির।

দরশীল
  • 2/8

প্রথম সিনেমাতেই জাতীয় মিডিয়ার নজর আকর্ষণ করেছিলেন দরশীল সাফারি। আজ ২৪ পূর্ণ করলেন।

দরশীল
  • 3/8

এখন ফিল্ম এবং মিউডিক ভিডিওতে মাঝে মধ্যে দেখা যায় দরশীলকে। ২০২০ সালে অনুষ্কা সেনের সঙ্গে তাঁর মিউজিক ভিডিও পেয়ার নাল বেশ হিট করে।

Advertisement
দরশীল
  • 4/8

টিভিতেও বেশ কয়েকবার মুখ দেখিয়েছেন দরশীল। ঝলক দিখলা যা-র পঞ্চম সিজনে তিনি প্রতিযোগী ছিলেন। এ ছাড়াও একটি ধারাবাহিকে অভিনয় করেন।

দরশীল
  • 5/8

তারে জমিন পর ছাড়াও বম বম ভোলে, জোকোমন এবং মিডনাইট চিলড্রেন সিনেমায় অভিনয় করেন।

দরশীল
  • 6/8

তবে দরশীলের প্রসঙ্গ উঠলে সকলের তারে জমিন পর-এর ঈশানের কথা মনে পড়ে। ১০ বছর বয়সে তিনি যে অভিনয় করেছেন তা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

দরশীল
  • 7/8

শামক ডাভরের ডান্সিং স্কুলে দরশীলকে প্রথম দেখেন পরিচালক এবং চিত্রনাট্যকার অমল গুপ্তে। ১০০-র বেশি অডিশন নেওয়ার পর দরশীলকে ঈশানের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়।

Advertisement
দরশীল
  • 8/8

ছবি সৌজন্য দরশীলের সোশাল হ্যান্ডেল।

Advertisement