ইনস্টাগ্রামে নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে তনুশ্রী লিখেছেন বলিউডে কামব্যাকের কথা। ছবিতে ফেরার জন্য ঝরিয়ে ফেলেছেন ১৫ কেজি ওজন। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
২০১০ সালে তাঁর শেষ ছবি ছিল 'অ্যাপার্টমেন্ট'। পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেও হ্যাশট্যাগ মিটু নিয়ে বেশ সরব হয়েছিলেন তিনি। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
শুধু ছবিই নয়। ওয়েবসিরিজের কাজ করবেন বলে জানিয়েছেন নায়িকা। তাঁর হাতে আইটি কোম্পানির অফার থাকলেও তিনি তাঁর অভিনয় সত্ত্বা নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চান। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
ঠিক কবে ফিরছেন সেই সময় নির্দিষ্ট করে না জানালেও তিনি সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শুট শেষ করেছেন বলে জানিয়েছেন। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
আরও ভাল কাজ বাছাইয়ের আশা রেখেছেন। খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুনের দিকে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন। ভাল, নামী, মেধাবী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ নিতে চান বলেও জানিয়েছেন। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
বলিউডের এক নম্বর সারির নির্মাতা, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন তনুশ্রী দত্ত। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
২০০৫-এ 'চকলেট' ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন নায়িকা। এরপর একে একে 'আশিক বানায়া আপনে', 'রিস্ক', 'ঢোল', 'স্পিড', 'গুড বয় ব্যাড বয়', 'অ্যাপার্টমেন্ট' সহ আরও অনেক। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
'আশিক বানায়া আপনে' ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)
তনুশ্রী তাঁর পোস্টে আরও লিখেছেন যে, বর্তমানে তিনি দক্ষিণের তিন বড় চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কথা বলেছেন। মুম্বইয়ের ১২টি কাস্টিং অফিসের সঙ্গে যোগাযোগও করেছেন। (ছবি: তনুশ্রী দত্ত / ইনস্টাগ্রাম)