প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, ভারতে পালন করা হয় শিক্ষক দিবস। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র-ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক। আদর্শ শিক্ষক বা গুরুর হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র -ছাত্রী। আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক।
বলিউড তারকাদের অনুগামীরা জেনে অবাক হবেন ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা এই পেশায় আসার আগে শিক্ষকতা এবং অধ্যাপনা করেছেন। অনেকে এখনও দক্ষতার সঙ্গে অভিনয়ের পাশাপাশি এই কাজ করেন। আবার অনেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন শিক্ষকতা থেকে।
অনুপম খেরের একটি অভিনয় স্কুল রয়েছে। ২০০৫ সালে প্রিপেয়ার্স নামে একটি স্কুল শুরু করেছিলেন তিনি। এখনও পর্যন্ত বহু উঠতি অভিনেতাদের নিজের এই স্কুলে অভিনয় শিখিয়েছেন অনুপম।
ভারতীয় চলচ্চিত্রে উৎপল দত্তের অনেক অবদান রয়েছে। এই কিংবদন্তি অভিনেতা একজন শিক্ষকও ছিলেন। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজি পড়াতেন তিনি।
অভি নয় ছাড়াও, অক্ষয় কুমার মার্শাল আর্টেরও একজন মাস্টার। তিনি বিদেশ থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন। মুম্বইতে আসার পর তিনি এর জন্য একটি স্কুল খোলেন এবং শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেন।
অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস একজন শিক্ষিকা ছিলেন। অভিনেত্রীর ঋষি ভ্যালি নামে একটি স্কুল রয়েছে, যেখানে তিনি ছাত্র- ছাত্রীদের পড়ান।
প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল 'মহাভারত' ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন। দিগুফি একজন অভিনয়ের শিক্ষকও ছিলেন। তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান হিসেবে কাজ করতেন এবং সেখানে আগত শিক্ষার্থীদের অভিনয় শেখাতেন।
'জোশ', 'মাচিস' এবং 'কেয়া কেহনা'-র মতো ছবিতে কাজ করা চন্দ্রচূড় সিং অভিনয় ক্ষেত্রে তাঁর প্রতিভা দেখানোর আগে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। একজন দক্ষ অভিনেতা হওয়া পাশাপাশি তিনি একজন ভাল গায়কও।