scorecardresearch
 
Advertisement
বলিউড

The Archies- PHOTOS: স্টারকিডদের ডেবিউ ছবি! দ্য আর্চিস'-র প্রিমিয়ারে হাজির প্রায় গোটা বি-টাউন

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 1/9

 শিরোনামে বি-টাউন স্টার কিডসরা। ৭ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে 'দ্য আর্চিস'। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর তাঁর বলিউড ডেবিউ করেন এই ছবির মাধ্যমেই। ৫ ডিসেম্বর সন্ধ্যায় ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়। যেখানএকেবারে চাঁদের হাট। খান, বচ্চন, কাপুর পরিবারের পাশাপাশি বলিউডের অন্যান্য তারকারাও সেখানে উপস্থিত ছিলেন। 

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 2/9

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন নাতি অগস্ত্য নন্দাকে সমর্থন করতে 'দ্য আর্চিস'-র প্রিমিয়ারে যান। সঙ্গে ছিল গোটা বচ্চন পরিবার। অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যা বচ্চনও অগস্ত্যের সঙ্গে ফটো সেশন করেন। অগস্ত্যের বাবা-মা শ্বেতা বচ্চন নন্দা এবং নিখিল নন্দাকেও এদিন একসঙ্গে দেখা গেছে। এই ছবিতে প্রধান চরিত্র আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায় অভিনয় করেন অগস্ত্য।
 

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 3/9

সুহানা খানের পরিবারও তাঁকে সমর্থন করতে হাজির হোন। ছবিতে ভেরোনিকা লজের ভূমিকায় রয়েছেন সুহানা। ভেরোনিকা একটি ধনী পরিবারের মেয়ে, যে লন্ডন থেকে রিভারডেল হিল স্টেশনে আসে এবং আর্চি ও তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করে। এসআরকে তাঁর মেয়ের ছবির প্রিমিয়ারের আসেন বিশেষ স্টাইলে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান ও আব্রাম খান এবং শাশুড়ি সবিতা ছিব্বর।

Advertisement
'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 4/9

এই ছবিতে অগস্ত্যর বিপরীতে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। তাঁর চরিত্রের নাম বেটি কুপার, যে আর্চির বন্ধু এবং তাকে পছন্দও করে। খুশি,তাঁর মা শ্রীদেবীর সুন্দর রুপোলী রঙা গাউন পরে ছবির প্রিমিয়ারে এসেছিলেন এদিন। বনি কাপুর, জাহ্নবী কাপুর এবং অর্জুন কাপুরও তাঁকে সমর্থন করতে এসেছিলেন এদিন।

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 5/9

'দ্য আর্চিস'-র প্রিমিয়ারে প্রবীণ অভিনেত্রী রেখাকেও দেখা যায়। রেখা এদিন সেজেছিলেন নিয়ন সবুজ এবং রুপোলী শাড়িতে। তাঁর লুক রীতিমতো ভাইরাল হয়। ছবির পরিচালক জোয়া আখতারের সঙ্গে পোজ দেন রেখা।

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 6/9

'দ্য আর্চিস'-র পরিচালক জোয়া আখতারও প্রিমিয়ারে উপস্থিত হোন একেবারে স্টাইলিশ লুকে। জোয়া সাদা স্যুট পরেন এদিন। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। জাভেদ আখতার, হানি ইরানি, শাবানা আজমি, ফারহান আখতার, শিবানী দান্ডেকর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।
 

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 7/9

সম্প্রতি মুক্তি পেয়েছে  রণবীর কাপুরের 'অ্যানিমেল'। এই মুহূর্তে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি। মা নীতু কাপুরের সঙ্গে 'দ্য আর্চিস'-র প্রিমিয়ারের পৌঁছেছিলেন রণবীর কাপুর। 

Advertisement
'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 8/9

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিমিয়ারে দেখা গেল অভিনেত্রী কাজলকে। অয়ন নিজের জন্য এদিন বেছে নিয়েছিলেন কালো রং। অন্যদিকে কাজল পরেছিলেন ফ্লোরাল প্রিন্টের সঙ্গে গাঢ় সবুজ অর্গানজা শাড়ি।
 

'দ্য আর্চিস'-র প্রিমিয়ার
  • 9/9

শাহরুখ খানের কাছের বন্ধু এবং প্রযোজক করণ জোহরও স্টারকিডদের সমর্থন করতে 'দ্য আর্চিস'-র প্রিমিয়ারে এসেছিলেন। এদিন সাদা কালো পোশাকে দেখা গেল তাঁকে।

Advertisement