scorecardresearch
 
Advertisement
বলিউড

বাঙালি বর, রীতিনীতি মেনে বাঙালি বধু 'উড়ান'-এর শীতল

shital
 • 1/11

'উড়ান'-এর অভিনেত্রী শীতলের বিয়ে মোটেও চুপিসারে হচ্ছে না৷ বরং বিয়ে নিয়েই  শোরগোল ফেলে দিয়েছে। 

shital
 • 2/11

সম্প্রতি রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন এই টেলি তারকা৷ বর অবশ্য বাঙালি। ছোটবেলার বন্ধু অভিষেক ভট্টাচার্যকেই বিয়ে করছেন তিনি।

shital
 • 3/11

২০ নভেম্বর আনুষ্ঠানিক বিয়ে ও রীতিনীতি সারলেন শীতল। এমনটাই শোনা গিয়েছে। এই গুজবও রটেছে যে তিনি বিয়ের পর টেলিভিশন থেকে ছুটি নেবেন অভিনেত্রী

Advertisement
shital
 • 4/11

সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে শীতল জানান যে তিনি ১৩ নভেম্বর রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন। 

shital
 • 5/11

বিয়ের পরই লেইসেস্টারে পাড়ি দেবেন দম্পতি। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া ভিসা পাবেন না বলেই এই ব্যবস্থা।
 

shital
 • 6/11


অভিনেত্রী জানান যে ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সমস্ত রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলে এই অনুষ্ঠান হয়। বাঙালি মতেই বিয়ে করেছেন অভিনেত্রী, সে কথাও জানান। 
 

shital
 • 7/11

ছোটবেলার বন্ধুকেই জীবনসঙ্গী করতে চলেছেন শীতল। বর অবশ্য ডাক্তার। বিয়ের পর তাঁর সঙ্গেই বিদেশে পাড়ি দিতে চান তিনি, এমনটাই খবর। 

Advertisement
shital
 • 8/11

টেলিভিশন এবং অভিনয়কে বিদায় জানিয়ে আগামী দিনে শিক্ষকতা ও নাচ শিখতে চান শীতল।
 

shital
 • 9/11


এ প্রসঙ্গে জনপ্রিয় টেলি তারকা বলেন, "আমি নাচের ভিডিও আরও বানাতে চাই। কত্থকটাও শেষ করতে চাই৷ আমি আরও ভিন্ন পেশার সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই। শুটিং শিডিউলের জন্য যা কখনও করা হয়ে ওঠেনি।''
 

shital
 • 10/11

অভিনয় ছাড়তে হলে কি দুঃখ পাবেন? শীতলের কথায়, "আমি স্ক্রিন রাইটিং নিয়ে কাজ করতে চাই৷ ভারতে বাইরে গেলে অভিনয় আর সম্ভব নয়। তঅবে অন্যান্য মাধ্যমগুলি চেষ্টা করে দেখতে পারব।''
 

shital
 • 11/11

করোনা আবহে ভার্চুয়ালি রেজিস্ট্রি সেরেছেন শীতল এবং অভিষেক৷ যদিও এই অনুষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল৷ কিন্তু পরিস্থিতির জেরে ভারতেই  বিয়ে দেওয়ার পরিকল্পনা করে দুই পরিবার।

Advertisement