বলিউড অভিনেরা ভিকি কৌশল বহু তরুণীদের হার্টথ্রব। আজ তাঁর ৩৩ তম জন্মদিন। আজ যে এত জনপ্রিয়, অনেকেরই অজানা তাঁর জীবন কোনও ছবির চিত্রনাট্যের থেকে কম নয়।
ইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্ট কোরিওগ্রাফার শ্যাম কৌশলের ছেলে ভিকি। ছোটবেলা থেকে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ ছিল তাঁর। কিন্তু তা সত্ত্বেও মায়ানগরীতে মাটি শক্ত করতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।
অভিনয় জগতে পা রাখার আগে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন ভিকি কৌশল। কিন্তু সেই সময়ই তিনি বুঝতে পারেন, ৯- ৫টার চাকরি তাঁর পক্ষে করা সম্ভব না। তাই অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন।
একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বলেছিলেন, "এটা একটা স্বপ্নের মতো। কখনও কখনও আমার মনে হয়, ভগবান আমার ওপর দয়া করেছেন।...আমার জার্নি শুরু হয়, ২০০৯ সালে স্নাতক হওয়ার পর।"
তিনি আরও বলে, "এরপর আমি অভিনয় শুরু করি। মুম্বইয়ে অভিনয়ের জন্য একটি কোর্সও করেছি আমি ও সেই সঙ্গে থেয়েটারও করেছি। 'গ্যাংগস অফ ওয়াসিপুর'- এ আমি সহ-পরিচালক হিসাবে কাজ করি।"
ভিকি বলেন, "এরপর আমি অডিশন দেওয়া শুরু করি। বিজ্ঞাপন, শর্ট ফিল্ম এবং আরও বিভিন্ন কাজ করতে শুরু করি। সেই সময়ে আমার মনে হতে শুরু করেছিল যে, লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন। তখন আমার মায়ের একটা উপদেশ খুব কাজে লেগেছিল।"
ভিকি কৌশলের কথায়, "আমার মনে আছে মায়ের সঙ্গে একদিন আমি লাঞ্চ করছিলাম। দিনটা খুব খারাপ যাচ্ছিল, আমি খুব হতাশ ছিলাম। আমি তখন মাকে বলি, আমি বুঝতে পারছি না কি করে এই সব করা সম্ভব হবে। তখন মা আমায় বলেন, এটা হোক না হোক এটার তোমারই দায়িত্ব। তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে এটা হবেই।"
অভিনেতা জানান যে, সেই দিন থেকে তাঁর জীবন একেবারে বদলে গেছে। তাঁর এই জার্নিতে তিনি প্রতিদিন কোনও নামজাদা মানুষের সঙ্গে দেখা করতেন।
'মাসান' দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু হলেও, 'সঞ্জু' ছবিতে তিনি জনপ্রিয় হন। এরপর 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবিটি সুপারহিট হয়।