অভিষেক, আরাধ্যা, ঐশ্বর্য বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন শিরোনামে থাকেন। প্রায়শই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁদের। কিছু মাস আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিচ্ছেদ হচ্ছে তারকা দম্পতির। তবে পরে সেই জল্পনাকে ভুয়ো প্রমাণ করে, ফের বচ্চন পরিবারেই থাকছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক প্রকাশ করেন, তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে কী প্রতিক্রিয়া ছিল তাঁদের সন্তান আরাধ্যার?
এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, "ঐশ্বর্য, আরাধ্যার মনে চলচ্চিত্র শিল্পের প্রতি অনেক শ্রদ্ধা জাগিয়েছে। আমরা দু'জনে কী করি, সেটা আরাধ্যাকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। আমরা যা কিছু পেয়েছি, তা চলচ্চিত্র এবং দর্শক আমাদের দিয়েছে। আরাধ্যা একজন আত্মবিশ্বাসী মেয়ে হয়ে বড় হচ্ছে। ওর নিজস্ব মতামত আছে। যদি কোনও বিষয়ে ওর ভিন্ন মত থাকে, আমরা তা নিয়ে আলোচনা করি। সে খুব স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ করে।"
অভিষেক জানান, তাঁদের মেয়ের বয়স ১৪ বছর এবং এখনও কোনও ফোন নেই তার কাছে। শুধুমাত্র তাকে তার বাবা-মা সম্পর্কে গুগল থেকে তথ্য খোঁজা থেকে বিরত রাখার জন্য। আরাধ্যার পড়াশোনায় মনোযোগ রয়েছে খুব। যদি কোনও বন্ধুর ওর সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে তারা ঐশ্বর্যর ফোনে ফোন করে। অভিষেক বলেন, "আমি এবং ঐশ্বর্য অনেক আগেই আরাধ্যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও আরাধ্যার ইন্টারনেট দুনিয়ায় প্রবেশের যথেষ্ট সুযোগ আছে। ও ওর বেশিরভাগ সময় হোমওয়ার্ক করে বা গবেষণা করেই কাটায়। স্কুলও খুব ভালোবাসে।"
অভিষেক ও ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের খবর যথেষ্ট চর্চায় ছিল। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল ছিল এই সংক্রান্ত বিভিন্ন তথ্য। আরাধ্যা যখন এই বিষয় জানতে পারে, কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, "আমার মনে হয় না কোনও প্রভাব পড়েছে ওর মধ্যে। কারণ ও এই বিষয়গুলোতে আগ্রহী নয়। ওর মা ওকে খুব ভাল ভাবে বুঝিয়ে দিয়েছে যে, পরিবারের সদস্যদের সম্পর্কে সে যা কিছু পড়ে, তার সবটা সত্যি নয়। ঠিক যেমন আমার বাবা-মা আমার সঙ্গে সম্পূর্ণ সৎ ছিলেন। আমরা এমন কোনও পরিবেশে বাস করিনি যেখানে কেউ এসে আমাদের প্রশ্ন করতে পারে এবং আমরা তাদের সম্পর্কে সত্যিটা জানি না। পরিবারের মধ্যে সব সময় সততা বজায় ছিল।"
অভিষেক বলেন, যখন ঐশ্বর্য গর্ভবতী হন, তখন তিনি ধূমপান এবং মদ্যপান দুটোই ছেড়ে দেন। তাঁর কথায়, "আমি দুটোই ছেড়ে দিয়েছি। এখন আমি এর কোনওটাই স্পর্শ করি না।"
প্রসঙ্গত, ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বর্য এবং ২০১১ সালে তাঁরা বাবা-মা হন। কিছুদিন আগে দাম্পত্যে ফাটলের খবর শোনা গিয়েছিল। যদিও দু'জনের কেউই এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে সিঁথি ভর্তি সিঁদুর পরে এসে ঐশ্বর্য সমস্ত গুজবকে মিথ্যা প্রমাণ করেন।