scorecardresearch
 

Kangana Ranaut: লোকসভা নির্বাচনে লড়বেন? মোদীর গুজরাতে গিয়ে বড়সড় ইঙ্গিত কঙ্গনার

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় লোকসভা নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন যে ভগবান শ্রী কৃষ্ণ যদি কৃপা করেন, তবে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement
লোকসভা নির্বাচনে লড়বেন? মোদীর গুজরাতে গিয়ে বড়সড় ইঙ্গিত কঙ্গনার লোকসভা নির্বাচনে লড়বেন? মোদীর গুজরাতে গিয়ে বড়সড় ইঙ্গিত কঙ্গনার
হাইলাইটস
  • লোকসভা নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী
  • তিনি বলেছেন যে ভগবান শ্রী কৃষ্ণ যদি কৃপা করেন, তবে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ব্যক্তিত্বের জন্য বিখ্যাত। রাজনৈতিক হোক বা সামাজিক, সব বিষয়েই তিনি খোলাখুলি মত প্রকাশ করেন। রাজনীতিতে প্রবেশ নিয়ে প্রায়ই প্রশ্ন করা হয় কঙ্গনাকে। এখনও পর্যন্ত তিনি তা অস্বীকার করে আসছেন। তবে এবার ইতিবাচক উত্তর দিয়েছেন তিনি। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় লোকসভা নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন যে ভগবান শ্রী কৃষ্ণ যদি কৃপা করেন, তবে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার গুজরাতের দ্বারকাধীশ মন্দিরে গিয়েছিলেন কঙ্গনা। মন্দিরে প্রণাম করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। এখানেই রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। গুজরাটের বিখ্যাত দ্বারকার জগৎ মন্দিরে গিয়েছিলেন কঙ্গনা। এছাড়াও তিনি নাগেশ্বর মহাদেব মন্দিরেও যান এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেন।

দ্বারকা সম্পর্কে কঙ্গনা বলেন, 'আমি সবসময় বলি দ্বারকা শহর একটি ঐশ্বরিক শহর। এখানে সবকিছুই আশ্চর্যজনক, দ্বারকাধীশ প্রতিটি কণায় বিরাজমান এবং দ্বারকাধীশকে দেখার সঙ্গে সঙ্গে আমরা ধন্য বোধ করি। আমরা সর্বদা তাঁর দর্শনে আসার চেষ্টা করি। কিন্তু কাজের কারণে আমরা মাঝে মাঝে আসতে পারি। আমরা চাই সরকার এমন সুযোগ-সুবিধা দেবে, যাতে মানুষ সমুদ্রের নীচে থাকা দ্বারকা শহরের ভেতরে গিয়ে দেখতে পারে। যে মহান নগরী আমাদের হয়েছে, শ্রীকৃষ্ণের শহর, তা আমাদের জন্য স্বর্গের চেয়ে কম নয়।'

আরও পড়ুন

নিজের আগামী সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার আগামী ছবি ‘ইমার্জেন্সি’, যেটি আমি নিজে পরিচালনা ও অভিনয় করেছি। এছাড়াও, একটি থ্রিলার রয়েছে, তারপরে রয়েছে বিনোদিনীর একটি নাচ এবং তনু ওয়েডস মনুর থার্ড পার্ট, যা আপনারা সবাই পছন্দ করেছেন তাও আসছে।' রাম মন্দির প্রসঙ্গে কঙ্গনা বলেন, '৬০০ বছরের সংগ্রামের পর ভারত এই দিন দেখতে পাচ্ছে, এটা বিজেপি সরকারের কাজ। আমরা মহান আড়ম্বর এবং প্রদর্শনের সঙ্গে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করব। এটি সনাতনের জন্য একটি বড় উদযাপন। আমরা আশা করি সনাতনের পতাকা সারা বিশ্বে উড়বে।'

Advertisement

লোকসভা নির্বাচনের বিষয়ে কঙ্গনা জানান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বারকাধীশ মন্দিরে গিয়ে একটি ছবি ইন্সটাতে শেয়ার করেছেন কঙ্গনা। শাড়ি পরা কঙ্গনাকে অত্যাশ্চর্য লাগছিল। তবে দুশ্চিন্তার ছাপও স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর মুখে। পোস্টে কঙ্গনা লেখেন, 'কিছু দিন ধরে আমার মন খুব কষ্টে ছিল, আমার মনে হচ্ছিল দ্বারকাধীশের দর্শন করি। শ্রীকৃষ্ণের এই দিব্য নগরী দ্বারকায় আসার সঙ্গে সঙ্গে এখানকার ধূলিকণা দেখে মনে হল যেন আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে আমার পায়ের কাছে পড়ে গেল। আমার মন স্থির হয়ে গেল এবং আমি অসীম আনন্দ অনুভব করলাম। হে দ্বারকার প্রভু, তোমার আশীর্বাদ এভাবেই রাখো। হরে কৃষ্ণ।'

 

Advertisement