Tanushree Dutta : 'আমি অসহায়, বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছি', কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, অসহায়তা ফুটে উঠছে চোখে-মুখে। আর বলছেন, 'আমাকে কেউ সাহায্য করুন। না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।' বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর এই ভিডিও এখন ভাইরাল।

Advertisement
'আমি অসহায়, বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছি', কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী ছবি সোজন্য : তনুশ্রী দত্ত ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ফের শিরোনামে অভিনেত্রী তনুশ্রী দত্ত
  • নিজের বাড়িতেই হেনস্থার শিকার তিনি, অভিযোগ করলেন নিজেই

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, অসহায়তা ফুটে উঠছে  চোখে-মুখে। আর বলছেন, 'আমাকে কেউ সাহায্য করুন। না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।' বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর এই ভিডিও এখন ভাইরাল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। এই ভিডিও সামনে আসার পর থেকে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া দিচ্ছেন। তনুশ্রীর ঠিক কী হয়েছে? 

  ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তনুশ্রীর অভিযোগ, নিজের বাড়িতেই তিনি অসহায়। হেনস্থার শিকার হচ্ছেন দিনের পর দিন। তাঁর পাশে কেউ দাঁড়াচ্ছেন না। অভিনেত্রী কাঁদতে কাঁদতে বলেন, 'আমি নিজের বাড়িতেই ভালো নেই। আমার বাড়িতেই আমাকে বিরক্ত করা হচ্ছে। পুলিশকে ফোন করেছিলাম। পুলিশ এসেছিল। তারা আমাকে বলে থানায় গিয়ে অভিযোগ জানাতে। আমি হয়তো কাল বা পরশু যাব। জানি না ঠিক। আমার শরীরের অবস্থা খুব খারাপ। গত ৪-৫ বছর ধরে এত বিরক্ত করা হয়েছে যে শরীর ও মন ভালো নেই। বিগড়েছে। আমি কাজ করছে পারছি না। গোটা বাড়ির ছন্নছাড়া অবস্থা। আমি নিজের বাড়িতে পরিচারিকা রাখতে পারছি না। কারণ, পরিচারিকা আগে থেকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে আসছে, বাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে। এমন সব খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। আমি কাজে বেরোতে পারছি না। আমার বাড়ির দরজার বাইরে লোক দাঁড়িয়ে থাকছে। দয়া করে আমাকে সাহায্য করুন।' 


আরও একটি ভিডিও পোস্ট করেছেন তনুশ্রী। সেই ভিডিওতে কিছু কাটার শব্দ পাওয়া যাচ্ছে। সেটার ক্যাপশনে লিখেছেন, 'আমাকে এমন তীব্র আওয়াজের মধ্যে থাকতে হয়। ২০২০ সাল থেকে প্রায় প্রতিদিনই আমার ছাদের উপরে এবং দরজার বাইরে এই ধরণের বিকট শব্দ করা হয়। আমি সোশ্যাইটিতে বিষয়টা জানিয়েছি। তবে তারা কোনও পদক্ষেপ করেনি। আমি এখন হাল ছেড়ে দিয়েছি। এর মধ্যেই কোনওরকমে থাকতে হচ্ছে। মনকে শান্ত করার জন্য হেডফোন দিয়ে শুধু হিন্দু মন্ত্র শুনি। আজ আমি খুব অসুস্থ ছিলাম। আপনারা জানেন যে, গত ৫ বছর ধরে ক্রমাগত চাপ এবং উদ্বেগে কেটেছে।' 

Advertisement

যদিও বাড়িতে কার দ্বারা তিনি হয়রানির শিকার হচ্ছেন সেটা উল্লেখ করেননি অভিনেত্রী। এদিকে এই ভিডিও দেখার পর নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। একজন লিখেছেন, 'সব ঠিক হয়ে যাবে। শান্ত হোন। নিজের উপর বিশ্বাস হারাবেন না।' আর এক ইউজার লেখেন, 'আপনার কেন এই অবস্থা বুঝতে পারছি না। তবে থানায় অভিযোগ জানানো উচিত।' 

২০০৫ সালে 'আশিক বনায়া আপনে' ছবিতে ডেভিউ করেন তনুশ্রী। ২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট'-ছবিতে তাঁকে শেষবারের মতো দেখা যায়। ২০০৮ সালে তিনি অভিনেতা নানা পাটেকরের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, ২০১৮ সালে অভিযোগ করেন অভিনেত্রী।  তবে সেই মামলায় হেরে যান তিনি। সেই থেকে শিরোনামে থেকেছেন তনুশ্রী। 

POST A COMMENT
Advertisement